কলকাতা, 5 অগাস্ট : আজ পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল । বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আজ দিনভর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টি চলবে । আগামীকাল থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে । এই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে । ক্রমশ বাংলাদেশ উপকূলের থেকে সরে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের দিকে অবস্থান করবে এই নিম্নচাপ । সেই সঙ্গেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত । এর প্রভাবে আগামী 24 ঘণ্টা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে ।
কলকাতায় আজ সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে । বিক্ষিপ্তভাবে দফায় দফায় বৃষ্টি পড়ছে । তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতার কারনে অস্বস্তিকর গরম রয়েছে । গত 24 ঘণ্টায় কলকাতার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের 2 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । কলকাতায় বৃষ্টি হয়েছে 26.8 মিলিমিটার । আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 31, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।