কলকাতা, 18 অক্টোবর: বর্ষা বিদায় নিলেও, বঙ্গে বৃষ্টির খামখেয়ালিপনা যেন শেষ হয়েও হচ্ছে না। ঝমঝমিয়ে বৃষ্টিতে পুজোর আনন্দ হয়তো মাটি হবে না । তবে কম হলেও বৃষ্টির অস্বস্তি বিঁধে থাকবে আনন্দের আবহে। আজ বুধবার চতুর্থীতে দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 এবং 25 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। তাছাড়া পুজো শেষের মুখে বৃষ্টির সম্ভাবনাও থেকে যাচ্ছে বলে মনে করে হাওয়া অফিস।
এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ চন্দ্র দাস জানিয়েছেন, গোটা রাজ্য থেকে বর্ষা বিদায় নিয়েছে । তবে বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার ফলে এই রাজ্যের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে মূলত মেঘলা আকাশ এবং দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে। তবে তার পরিমাণ খুবই কম। পাশাপাশি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে আগামী 20 অক্টোবর শুক্রবার নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না। বৃষ্টিরও বিশেষ কোনও সম্ভাবনা আপাতত নেই ।