সৃষ্ট হওয়া নিম্নচাপে বাংলায় কী প্রভাব জানাল আবহাওয়া দফতর কলকাতা, 22 জুলাই: বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও বাংলায় তার কোনও প্রভাব নেই। বরং বলা যায় বর্ষা শ্রাবণ মাসেই বঙ্গের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর আগামী পাঁচদিনের যে পূর্বাভাস দিয়েছে তাতে বঙ্গের জন্য বরুণ দেবতার বরাদ্দ কয়েক পশলা বৃষ্টি। আর তা বঙ্গজুড়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।
অথচ শ্রাবণ মাস মানে 'আয় বৃষ্টি ঝেঁপে, ধান দেব মেপে' ছড়া কাটার সময়। ধান চাষের জন্য মুসলধারে বৃষ্টি দরকার। বদলে বৃষ্টির ঘাটতিতে ধান চাষের ক্ষতির শঙ্কা। বৃষ্টি না-হলেও প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বাতাসে প্রবেশ করছে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। যা আপাতত দূর হওয়ার লক্ষণ নেই। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস যে পূর্বাভাস দিয়েছেন তার নির্যাস হল-
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের অভিমুখী। সৃষ্ট নিম্নচাপ থেকে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা বর্তমানে দক্ষিণবঙ্গের উপর অবস্থান করছে।
তা সত্ত্বেও আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি যেমন হচ্ছে তেমনই হবে। আর্দ্রতাজনিত গরমের কারণে অস্বস্তি রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকাতেই এই অস্বস্তি থাকবে। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন নেই। আগামিকাল উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ উপরের দিকের পাঁচ জেলাতে রবিবার মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে।
বর্ষারেখা সক্রিয় না-থাকার কারণেই উত্তরবঙ্গে বেশি বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 28.5 পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 89 শতাংশ। আজ, শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।
আরও পড়ুন:শনিবারের বারবেলা শুরুর আগে শেষ করুণ গুরুত্বপূর্ণ কাজ