পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB Weather Update: উত্তরবঙ্গে দুয়ারে বর্ষা! দক্ষিণে তাপপ্রবাহ আর অস্বস্তিকর গরম

আগামী পাঁচ দিন টানা বৃষ্টি উত্তরবঙ্গে ৷ সেখানে দক্ষিণবঙ্গবাসীকে এখনও ভোগ করতে হবে গরম ৷ পশ্চিমের জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতাও ৷ হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বর্ষার কোনওরকম পরিস্থিতি নেই।

WB Weather Update
দক্ষিণে জুটবে তাপপ্রবাহ আর অস্বস্তিকর গরম

By

Published : Jun 14, 2023, 6:40 AM IST

Updated : Jun 14, 2023, 7:11 AM IST

উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার পূর্বাভাস

কলকাতা, 14 জুন: উত্তরবঙ্গে বর্ষা শুধু যে প্রবেশ করেছে তা নয়, বরং প্রথম দিন থেকেই চালিয়ে ইনিংস খেলতে শুরু করেছে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবার কোথাও মাঝারি বৃষ্টি হওয়ার কথাও বলছে হাওয়া অফিস। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টি বিমুখ। পশ্চিমের জেলায় তাপপ্রবাহের সতর্কতা। কলকাতায় অস্বস্তিকর আর্দ্রতা জনিত গরম অনুভূত হবে। যেহেতু সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ওপরে তাই রাতেও অস্বস্তি বজায় থাকছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতে হালকা থেকে মাঝারি ও কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিশেষ করে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। নীচের তিনটি জেলা মালদা ও দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বর্ষা এমনিতেই দেরিতে প্রবেশ করেছে। দক্ষিণবঙ্গে দেরিটা আরও প্রলম্বিত হচ্ছে।

যদিও হাওয়া অফিস গতবছরের তুলনা টেনে বর্ষার প্রবেশের কথা বলছেন। গতবছর 18 জুন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছিল। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হলেও গরম থেকে রেহাই মিলছে না দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলোতে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। বাকি জেলায় দিনের প্রথম ভাগে যেহেতু তাপমাত্রা ঊর্ধ্বমুখী ফলে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টিতে গরম কমছে না। সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূমে তাপপ্রবাহের সর্তকতা জারি থাকছে।

আরও পড়ুন:প্রেমের পক্ষে শুভ দিন বৃষের, মিথুনের ব্যয়; বাকিদের কেমন কাটবে জানুন রাশিফলে

তিনি আরও জানান, উপকূলের জেলা দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলিতে অস্বস্তিকর গরম ও মাঝেমধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সর্বনিম্ন তাপমাত্রা যেহেতু একটু বেশি থাকছে তাই রাতের তাপমাত্রা বেশি থাকবে। কলকাতার ক্ষেত্রে গরম ও অস্বস্তিকর আবহাওয়া ৷ বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বর্ষার কোনওরকম পরিস্থিতি নেই। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3.2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 সাত ডিগ্রি সেলসিয়ায় যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 97 শতাংশ। আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 38 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে থাকবে।

Last Updated : Jun 14, 2023, 7:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details