বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ ও বাঁকুড়ায় হতে পারে শিলাবৃষ্টি কলকাতা, 30 এপ্রিল: কখনও গরম আবার কখনও ঝড়-বৃষ্টির হাত ধরে রাজ্যে স্বস্তির আবহাওয়া। বঙ্গে এই মিশ্র আবহাওয়াতেও স্বস্তি খুঁজছে মানুষ। কারণ তাপপ্রবাহের প্রাণান্তকর পরিস্থিতি নেই। বদলে গ্রীষ্মকালীন সহ্যের মধ্যে থাকা গরম রাজ্যজুড়ে। সঙ্গে স্বস্তি দিতে ঝড়-বৃষ্টিও মিলছে।ইতিমধ্যে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। যার জেরেই এই ঝড়-বৃষ্টি। তা আরও কয়েকটি দিন চলবে। হাওয়া অফিস ইতিমধ্যে জানিয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি হবে। সেই ঝড়-বৃষ্টির পরিমাণ আজ অর্থাৎ রবিবার থেকে আরও বাড়বে।
বজ্রপাতের সময় নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার সতর্কতা প্রয়োজন বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক গণেশ চন্দ্র দাস জানিয়েছেন, সিকিম থেকে উত্তর ছত্তিশগড় পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে অবস্থান করছে । এর ফলে কিছু জলীয় বাষ্প ঢুকছে এ রাজ্যের বাতাসে। তার ফলে রাজ্যে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই আগামী চার থেকে পাঁচ দিন ঝড়-বৃষ্টির সম্ভবনা রয়েছে।
তিনি আরও জানান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের মতো জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামিকাল এই শিলাবৃষ্টি হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। তার সঙ্গে থাকবে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে আজ এবং আগামিকাল শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে এই পরিস্থিতিটা 3 তারিখ অর্থাৎ বুধবার পর্যন্ত থাকবে। কলকাতার ক্ষেত্রে আকাশ আংশিক মেঘলা থাকবে।
আরও পড়ুন:প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রাম, ক্ষতিগ্রস্থ 500 বিঘার জমি
শনিবার উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ে ঝড়-বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া ও হুগলিতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হয়েছে। কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 91 শতাংশ। রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি এবং 25 ডিগ্রির আশেপাশে থাকবে।