কলকাতা, 20 এপ্রিল: বঙ্গের দাবদাহ থেকে কবে রেহাই মিলবে সেদিকে তাকিয়ে দক্ষিণবঙ্গবাসী ৷ কারণ উত্তরের দুই জেলায় বুধবার সন্ধ্যায় বৃষ্টি হয়েছে ৷ আজ উপরের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তবে দক্ষিণবঙ্গে কবে থেকে এই অবস্থার উন্নতি? হাওয়া অফিস এই পরিস্থিতিতে কিছুটা আশারবাণী শোনাল।
গতকাল পারদ চড়ার দৌড়ে সল্টলেক বাকি রাজ্যের সঙ্গে পাল্লা দিয়েছে । বুধবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সল্টলেকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.6 ডিগ্রি সেলসিয়াস। ব্যারাকপুর এবং দমদমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 81.8 এবং 41.6 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43 ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের উষ্ণতম জেলা বাঁকুড়া। বুধবার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 44.1 ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের শ্রীনিকেতনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.4 ডিগ্রি সেলসিয়াস।
হুগলির মগরায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে পারদ চড়েছিল 42.5 ডিগ্রিতে। পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.7 ডিগ্রি সেলসিয়াস। আসানসোল এবং পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 43.3 এবং 43.6 ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের মালদায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42. 3 ডিগ্রি সেলসিয়াস। রাজ্যজুড়ে গরমের এই পারদ চিত্র খরতাপের কথা বলে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূমে আজ এবং আগামিকালও তাপপ্রবাহ চলবে। উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা ছাড়া বাকি অংশে অস্বস্তিকর গরম বজায় থাকবে। অর্থাৎ কার্যত বঙ্গজুড়েই তাপপ্রবাহের পরিস্থিতি।
আরও পড়ুন:রোম্যান্টিক ভ্রমণে কন্যা, বাকিদের কেমন কাটবে জানুন রাশিফলে
আগামিকাল থেকে রবিবার অর্থাৎ 21 থেকে 23 এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে গতকাল সন্ধ্যায় বৃষ্টি হয়েছে। সপ্তাহের শেষ তিনদিন দুই চব্বিশ পরগনার উপকূলবর্তী অঞ্চল, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেই অস্বস্তিকর গরম কমে যাবে, এরকম বিষয়টি নয়। তবে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে না। সর্বোচ্চ তাপমাত্রার পারদ দুই থেকে তিন ডিগ্রি কমবে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি হয়েছে এবং আজও চলবে। আজ বৃহস্পতিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে অস্বস্তিকর গরম অনুভূত হবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 40 ডিগ্রি এবং 29 ডিগ্রির আশেপাশে থাকবে।