কলকাতা, 21 জানুয়ারি: শীত কি গতিপথ বদলে নিজের ছন্দে ফেরার চেষ্টা করছে? মাঘের শীত কি এবার সত্যি সত্যি বাঘের গায়েও অনুভূত হবে? শুক্রবার ঠান্ডার গতিপ্রকৃতি বদলে এইসব প্রশ্ন সামনে আসতে শুরু করেছে। কারণ গতকাল বঙ্গে একধাক্কায় 3 ডিগ্রি পারদ নেমেছে ৷ আগামী 24 ঘণ্টাতেও শীতের কামড়ই বজায় থাকবে। সপ্তাহান্তে শীতের প্রত্যাবর্তনের আগাম পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। 24 ঘণ্টা আগেও হাওয়া অফিসের পূর্বাভাস ছিল পশ্চিমী ঝঞ্ঝা ও বিপরীত ঘূর্ণাবর্তের কারণে রাজ্যে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হবে। ফলস্বরূপ তাপমাত্রার পারদ চড়বে। কিন্তু শুক্রবার দুপুরেই চেনা শীত ফিরে এল বঙ্গে (West Bengal Weather Forecast)।
সকাল থেকে ঠান্ডার শিরশিরানি হাওয়া। আর তাই ঠান্ডার ভালোরকম অনুভূতিতে শীতের প্রত্যাবর্তনের ছবি। বৃহস্পতিবারের চেয়ে শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় প্রায় 3 ডিগ্রি কমেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.1 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সেটা কমে দাঁড়িয়েছে 13.1 ডিগ্রি সেলসিয়াস। যা আবার স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা 24.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম।