কলকাতা, 16 জানুয়ারি: মকরসংক্রান্তির দিন জমিয়ে ঠান্ডা উপভোগ করেছে। সোমবার ছিল পৌষমাসের শেষ দিন। বেলা শেষের পৌষ কিন্তু শীত বিলাসীদের মুখে হাসি ফুটিয়েছে। সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন আবহ ছিল। পারদ দার্জিলিংয়ে নেমে 2 ডিগ্রি ছুঁয়েছিল। পুরুলিয়ায় 6 ডিগ্রি। আলিপুর আবহাওয়া দফতর বলছে উত্তুরে বাতাসের উপস্থিতির কারণেই এই অবস্থা। আজ, মঙ্গলবার দিনের প্রথম পর্বে এই পরিস্থিতি চলবে। তবে দ্বিতীয়ার্ধে পশ্চিমী ঝঞ্ঝা এবং সাগর থেকে বয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করায় পারদ চড়বে। হালকা থেকে বৃষ্টির পরিবেশ সৃষ্টি হবে। যা চলবে 18 জানুয়ারি পর্যন্ত। ফলে বলাই যায় বৃষ্টি দিয়ে মাঘ মাস শুরু হচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ চন্দ্র দাসের দেওয়া পূর্বাভাসের নির্যাস হল-
- দক্ষিণবঙ্গ- আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার কিছু এলাকায় আজ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়াতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার। পশ্চিমের জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার ঝাড়খণ্ডের উপর অবস্থান করবে।
- উত্তরবঙ্গ-বুধ ও বৃহস্পতিবার দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা। আজ থেকেই বৃষ্টি হবে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। বুধ ও বৃহস্পতি বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বুধ ও বৃহস্পতিবার। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে।