পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বৃষ্টি শুরুর আগে মকর সংক্রান্তিতে বঙ্গে ঝোড়ো ব্যাটিং শীতের - বৃষ্টি

WB Weather Update: সোমবার মকর সংক্রান্তি ৷ পৌষের শেষবেলায় শীতের চলছে ঝোড়ো ব্যাটিং। ঠান্ডায় কাঁপছে গোটা রাজ্য় ৷ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাঘুরি করছে 12 ডিগ্রির কাছাকাছি। সংক্রান্তির সকালে হাড় কাঁপানো ঠান্ডা অনুভব করছে বঙ্গবাসী। তবে আগামিকাল থেকে আবহাওয়ার কিছুটা তারতম্য ঘটবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। শীতের মাঝেই বৃষ্টিতে ভিজবে বঙ্গ ৷

মকর সংক্রান্তিতে শীতের ছক্কা
WB Weather Update

By ETV Bharat Bangla Team

Published : Jan 15, 2024, 7:09 AM IST

Updated : Jan 15, 2024, 8:17 AM IST

কলকাতা, 15 জানুয়ারি: 'বেলাশেষে' শীতের ছক্কা। দারুণভাবে ইনিংস শুরু করে মাঝে খেই হারিয়ে ফেলেছিল শীত। তাই উৎসবের দিনগুলোতে শীত তার প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি। মাঝে দু'দিন ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও পশ্চিমী ঝঞ্ঝা কাঁটা এবং বঙ্গোপসাগর থেকে বয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাসের ধাক্কায় শীত থমকে গিয়েছিল। কিন্তু গত কয়েকদিন ধরেই শীত চালিয়ে খেলছে। পারদ নেমে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে যা চলতি মরশুমে পাওয়া যায়নি। আজ, সোমবার মকর সংক্রান্তি পৌষ মাসের শেষ। মাঘের শুরু। এই সময় অনুভূত হয় কনকনে শীত ৷ আর বঙ্গবাসী এখন ঠান্ডায় জবুথবু ৷ পারদের কাঁটা 14.1 ডিগ্রির ঘরে ৷

পৌষ শেষ মানেই শীতের মেয়াদ শেষের ঘণ্টাধ্বনি। তাই স্লগ ওভারে যতটা দান তোলা যায় সেই লক্ষ্যেই যেন শীত ব্যাটিং করে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ 15 জানুয়ারি শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী পাঁচ দিনের প্রথম দু'দিনে তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই। তারপর থেকে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বাড়বে। আগামিকাল থেকে 18 জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যজুড়েই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে তাপমাত্রার পারদ চড়লেও শীতের আমেজ বৃষ্টির কারণে বেশ ভালোভাবে অনুভূত হবে।

মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বুধবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আবহাওয়ার অনেকটাই তারতম্য ঘটবে। রবিবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95 শতাংশ। আজ দিনের আকাশ রৌদ্রোজ্জ্বল হলেও ভোরের দিক কুয়াশাচ্ছন্ন। আজ সর্বোচ্চ তাপমাত্রা 22.1 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 14.1 ডিগ্রি সেলসিয়াস ৷

আরও পড়ুন:

  1. মকর সংক্রান্তির শুভক্ষণে নতুন কাজ শুরু আগে জেনে নিন আজ কেমন কাটবে
  2. গঙ্গাসাগরের পথে শ'য়ে শ'য়ে পুণ্যার্থী, মুড়িগঙ্গা নদীতে আটকে গেল যাত্রীবোঝাই ভেসেল
  3. মকর সংক্রান্তির শুভক্ষণ ও সময় কখন ? জেনে নিন বিস্তারিত
Last Updated : Jan 15, 2024, 8:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details