কলকাতা, 15 জানুয়ারি: 'বেলাশেষে' শীতের ছক্কা। দারুণভাবে ইনিংস শুরু করে মাঝে খেই হারিয়ে ফেলেছিল শীত। তাই উৎসবের দিনগুলোতে শীত তার প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি। মাঝে দু'দিন ফর্মে ফেরার ইঙ্গিত দিলেও পশ্চিমী ঝঞ্ঝা কাঁটা এবং বঙ্গোপসাগর থেকে বয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাসের ধাক্কায় শীত থমকে গিয়েছিল। কিন্তু গত কয়েকদিন ধরেই শীত চালিয়ে খেলছে। পারদ নেমে 12 ডিগ্রি সেলসিয়াসের ঘরে যা চলতি মরশুমে পাওয়া যায়নি। আজ, সোমবার মকর সংক্রান্তি পৌষ মাসের শেষ। মাঘের শুরু। এই সময় অনুভূত হয় কনকনে শীত ৷ আর বঙ্গবাসী এখন ঠান্ডায় জবুথবু ৷ পারদের কাঁটা 14.1 ডিগ্রির ঘরে ৷
পৌষ শেষ মানেই শীতের মেয়াদ শেষের ঘণ্টাধ্বনি। তাই স্লগ ওভারে যতটা দান তোলা যায় সেই লক্ষ্যেই যেন শীত ব্যাটিং করে চলেছে। হাওয়া অফিস জানিয়েছে, আজ 15 জানুয়ারি শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী পাঁচ দিনের প্রথম দু'দিনে তাপমাত্রার বিশেষ পরিবর্তন নেই। তারপর থেকে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বাড়বে। আগামিকাল থেকে 18 জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যজুড়েই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে তাপমাত্রার পারদ চড়লেও শীতের আমেজ বৃষ্টির কারণে বেশ ভালোভাবে অনুভূত হবে।