কলকাতা, 13 জানুয়ারি: আড়মোড়া ভেঙে ঠান্ডা ফের ছন্দে ফিরছে। মকর সংক্রান্তির আগে শনিবার শহর কলকাতায় পারদ ছুঁল 12.8 ডিগ্রি। যা মরশুমের শীতলতম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 3 ডিগ্রি কম ৷ সবমিলিয়ে ফের কনকনে ঠান্ডা বঙ্গে। তবে এই ঠান্ডা থিতু হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। কারণ, জমাটি শীতের আসরে কাঁটা ছড়াতে উপস্থিত পশ্চিমী ঝঞ্ঝা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে ধেয়ে আসা পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আসা বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে আগামী 16 থেকে 18 জানুয়ারি রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, 16 জানুয়ারি, মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 17 জানুয়ারি দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি ও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
18 জানুয়ারি, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। 16 জানুয়ারি দার্জিলিং, কালিম্পং জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 17 এবং 18 জানুয়ারি উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- শীতকালের এই বৃষ্টিতে ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর তাই 16 তারিখের আগে ফসল কেটে নেওয়ার পরামর্শ দিয়েছে। কয়েকদিন আগে শীতের বেপাত্তা হওয়ার খবরে রাশ পড়েছিল ঠান্ডার প্রত্যাবর্তনে। কিন্তু শীত বিলাসীদের কাছে ফের মনখারাপের খবর। পশ্চিমী ঝঞ্ঝা কাঁটা ছড়াতে উপস্থিত। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে শীতের কনকনানি বাড়বে। ইতিমধ্যে হাওয়া অফিস আগামী পাঁচদিনের যে পূর্বাভাস দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জন্য দিয়েছে তাতে প্রথম দু'দিনে এক থেকে দুই ডিগ্রি পারদ পতনের সম্ভাবনার কথা বলা হয়েছে। 15 জানুয়ারি মকরসংক্রান্তির সময় শীতের কামড় বেশ ভালোমতো অনুভব হবে।
শুক্রবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.6 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.1 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 94 শতাংশ। আজ দিনের আকাশ রৌদ্রজ্বল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি এবং 13 ডিগ্রির আশেপাশে থাকবে।
আরও পড়ুন:
- গ্রহের কৃপায় ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা কাদের, জানুন রাশিফলে
- গঙ্গাসাগরে অসুস্থ 2 পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুল্যান্সে কলকাতায় পাঠাল প্রশাসন
- জোয়ারের জলে প্লাবিত গঙ্গাসাগর মেলা প্রাঙ্গন, ক্ষতির মুখে ব্যবসায়ীরা