কলকাতা, 16 ডিসেম্বর: নিম্নচাপ সরে যেতেই এখন বাংলাজুড়ে শীতের আমেজ। উত্তুরে হাওয়ায় পারদ পতন অব্যাহত। ইতিমধ্যে কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের নীচে ঘোরাফেরা করছিল। বুধবার তা আরও কমে হল 14.4 ডিগ্রি সেলসিয়াস। এটাই এই মরশুমের শীতলতম দিন। এমনিতেই স্বাভাবিকের নীচে তাপমাত্রার এই অবস্থান শীতের দাপুটে উপস্থিতিরই ইঙ্গিত দেয়। আগামী পরশু, সোমবার থেকে পৌষমাস শুরু হচ্ছে। হাওয়া অফিস মনে করছে যেভাবে অগ্রহায়ণের শেষ ভাগে শীত তার মারকাটারি ইনিংস শুরু করেছে তাতে পৌষ মাসে ঠান্ডার দাপট বাড়বে।
আলিপুর আবহাওয়া দফতরের আবহাত্তয়াবিদরা বলছেন, আগামী 20 ডিসেম্বর অর্থাৎ বুধবার থেকে রাতের তাপমাত্রা পারদ আরও নামতে শুরু করবে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা ও শহরগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। তবে জমিয়ে শীতের আবহের মধ্যে ফের পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটির ইঙ্গিত মিলছে। আগামী 22 তারিখের পর পশ্চিমী ঝঞ্ঝা ফের দুর্যোগ বয়ে নিয়ে আসতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এখনই তা নিয়ে পূর্বাভাস দিতে অবশ্য নারাজ হাওয়া অফিস। বদলে পরিস্থিতির উপর নজর রাখতে চান।