কলকাতা, 18 নভেম্বর:দক্ষিণবঙ্গে দু'দিন মেঘলা, হালকা বৃষ্টি চলবে ৷ সৌজন্যে ঘূর্ণিঝড় মিধিলি। বঙ্গোপসাগরের বুকে ঘূর্ণিঝড়টি সৃষ্ট হলেও তা এপার বাংলার বদলে ওপার বাংলায় আছড়ে পড়েছে। ফলে ঘূর্ণিঝড়ের কোপ থেকে রেহাই পেয়েছে পশ্চিমবঙ্গ। শুক্রবার সন্ধে নাগাদ ঘূর্ণিঝড় মিধিলি বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যায়। শনিবার সকালে মৌসম ভবনের দেওয়া তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ আরও দুর্বল হয়েছে ৷ সেটি এখন পূর্ব-দক্ষিণপূর্ব আগরতলা থেকে 50 কিলোমিটার এবং শিলচরের দক্ষিণ-পশ্চিমে 160 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে ৷
আগামী ছ'ঘণ্টায় তা আরও দুর্বল হবে ৷ তারপর তা অসম, মিজোরাম ও ত্রিপুরার কাছে নিম্নচাপ এলাকা তৈরি করবে ৷ যেহেতু ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব রয়েছে তাই কলকাতা, দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। আবার কোথাও আকাশ থাকবে মেঘলা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়াী, রবিবার থেকে বঙ্গে মেঘ সরতে শুরু করবে। প্রবেশ করবে উত্তুরে হাওয়া এবং ধীরে ধীরে পারদ নামবে। তবে 20 এবং 21 তারিখ অর্থাৎ সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলা, দুই 24 পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সামান্য বৃষ্টি হতে পারে।