শীতের আমেজে কাটবে আলোর উৎসব জানালেন আবহবিদ কলকাতা, 8 নভেম্বর: হেমন্তে হিমের পরশে দরজায় শীত কড়া নাড়ছে। ঠান্ডার পূর্বাভাস আকাশে বাতাসে। যদিও আলিপুর আবহাওয়া দফতর 'দুয়ারে শীত' একথা এখনই বলতে নারাজ। বদলে নভেম্বরে এটাই স্বাভাবিক আবহাওয়া বলছেন আবহবিদরা। বৃষ্টি নেই, আকাশে-বাতাসে শুষ্কতা। সূর্য ডুবলে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই নেমে যাচ্ছে। আপাতত এই পরিস্থিতি চলবে।
আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের কথায়, "রবিবার কালীপুজো। এখন যা পরিস্থিতি তাতে শীতের আমেজেই দীপাবলী কাটতে চলেছে। এখন শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। উত্তর ও উত্তর-পশ্চিমের হাওয়া বইতে শুরু করেছে। আরও দু'ডিগ্রি তাপমাত্রা নামতে পারে রাজ্যে। আজ, বুধবার থেকে রবিবার পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে বাংলায়। শহর কলকাতায় আরও দু'ডিগ্রি তাপমাত্রা আজ নামবে। 20 থেকে 21 ডিগ্রির মধ্যে থাকবে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা। আগামী পাঁচ দিন শীতের আমেজ চলবে। সকালের দিকে শীতের আমেজ বেশি অনুভূত হবে।"
তিনি আরও বলেন, "আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে তাপমাত্রা কমবে। দিনের তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গেও শীতের আমেজ চলবে। আগামী পাঁচ দিন প্রায় একইরকম থাকবে তাপমাত্রা। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ মিলবে উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। সেইসঙ্গে আজ থেকে পশ্চিমের জেলাগুলোতেও শীতের আমেজ বেশি অনুভূত হবে।
পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা 17-18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যেতে পারে। পরবর্তী তিন থেকে চার দিন একইরকম থাকবে শীতের আমেজ। মঙ্গলবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.1 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দু'টোই স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। আজ, বুধবার দিনের আকাশ রৌদ্রজ্জ্বল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 এবং 21 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।
আরও পড়ুন:আধ্যাত্মিকতার খোঁজে কুম্ভ, বাকিদের কেমন কাটবে আজ; জানুন রাশিফলে