কলকাতা, 5 নভেম্বর: বৃষ্টিতে পণ্ড হয়েছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের বিশ্বকাপের ম্যাচ। নিয়মের কচকচানিতে জয় পেয়েছে পাকিস্তান। ক্রিকেটের উপভোগ্য লড়াই দেখা থেকে বঞ্চিত ক্রিকেটপ্রেমীরা। আজ, রবিবার ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ম্যাচ। উন্মাদনা তুঙ্গে। কিন্তু বৃষ্টি কাঁটা ছড়াতে পারে। আলিপুর আবহাওয়া দফতর অবশ্য খানিকটা আশ্বস্ত করেছে ৷ গত দু'দিন আকাশ আংশিক মেঘলা থাকলেও আজ থেকে রৌদ্রজ্জ্বল দিনের দেখা মিলবে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও একেবার উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আগামিকাল অর্থাৎ সোমবার থেকে রাতের তাপমাত্রা ফের নামতে শুরু করবে। বৃষ্টির দেখা মিলবে না। সোমবার থেকে আবারও হাওয়া বদল। বাড়বে শীতের আমেজ। মঙ্গলবার থেকে শীতের আমেজ মিলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। এদিকে, আজ ইডেনে ম্যাচ নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে উন্মাদনা। টিকিট চেয়েও পাননি অনেকে। কোনও কোনও টিকিট বিক্রি হয়েছে লক্ষাধিক টাকায়। সেই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যেতে পারে কি? এই সংশয়ও তৈরি হয়েছে। তবে আবহাওয়া দফতর আগে থেকেই জানিয়েছে, বৃষ্টি হলেও তা হবে হালকা থেকে মাঝারি পরিমাণে।