পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB Weather Update: আজও চলবে অস্বস্তিকর গরম, ঘূর্ণাবর্তের বৃষ্টি আগামিকাল - ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি

West Bengal Weather Report: আজ বৃষ্টির সম্ভাবনা কম। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামিকাল, শুক্রবার থেকে বঙ্গে ফিরবে বৃষ্টি ৷ আগামী তিন থেকে চারদিন পরিস্থিতি একইরকম থাকবে।

ফাইল ছবি
WB Weather Update

By ETV Bharat Bangla Team

Published : Sep 28, 2023, 7:37 AM IST

ঘূর্ণাবর্তের জেরে আগামিকাল থেকে বৃষ্টি বাড়তে পারে

কলকাতা, 28 সেপ্টেম্বর: আবহাওয়ার খামখেয়ালিপনা নিয়ে সোশাল মিডিয়ায় মিম ঘুরে বেড়াচ্ছে। নেটিজেনদের প্রশ্ন, 'এটা কী ঋতু চলছে কেউ বলবে? ক্যালেন্ডারে দেখছি শরৎকাল। পাখা চালালে শীতকাল। বন্ধ করলে গ্রীষ্মকাল। বাইরে তাকালে বর্ষাকাল।' গত দু'দিনে যেভাবে আর্দ্রতাজনিত গরম অনুভূত হচ্ছে তাতে গ্রীষ্মকালের কথা মনে পড়াচ্ছে বঙ্গবাসীদের। বিক্ষিপ্তভাবে ঝমঝমিয়ে বৃষ্টি বর্ষাকালের ছবি সামনে নিয়ে আসছে। পাখা চালিয়ে রাখলে ভোরের দিকে হালকা ঠান্ডা বোধ হচ্ছে। আশ্বিন মাসে শরৎকালের আবহাওয়ার সঙ্গে বড় একটা মিল পাওয়া ভার।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "26 থেকে 28 তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয়বাষ্প কমে গিয়েছে। তাপমাত্রা সেই জন্য বেড়ে গিয়েছে, ফলস্বরূপ আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম আমরা অনুভব করছি। এই আবহ বজায় থাকবে 29 তারিখ অর্থাৎ শুক্রবার সকাল পর্যন্ত। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে আগামিকাল থেকে। পরবর্তী তিন থেকে চারদিন এই বৃষ্টিপাত জারি থাকবে।"

তিনি আরও বলেন, "30 তারিখ, শনিবার বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম এবং মুর্শিদাবাদে। ফলে প্রথম তিনদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই। এই বৃষ্টির মূল কারণ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং মায়ানমার উপকুলের কাছে একটি ঘূর্ণাবত তৈরির সম্ভাবনা রয়েছে। আগামিকাল নাগাদ ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে। তার ফলে আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।"

তাঁর কথায়, "অক্টোবরের 3 তারিখ থেকে উত্তরবঙ্গের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম তিন দিনে তাপমাত্রার কোনও পরিবর্তন নেই। তিনদিন পর থেকে যেহেতু বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গের ক্ষেত্রে সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কমবে। কলকাতার ক্ষেত্রে আগামিকালের আগে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।"

বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 37.6 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 96 শতাংশ। আজ বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা। কয়েক পশলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।

আরও পড়ুন:লক্ষ্মীবারে আপনার রাশিতে দেবীর কৃপা আছে কি ?

ABOUT THE AUTHOR

...view details