পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB Weather Update: চলবে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম, সপ্তাহের শেষে ফিরবে বৃষ্টি - সপ্তাহান্তে ফিরবে বৃষ্টি

WB Weather Report: আজ ও আগামিকাল উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টি হবে না। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷ 29 তারিখ অর্থাৎ পরশু থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে ৷

আবহাওয়া
WB Weather Update

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 10:49 AM IST

সপ্তাহান্তে ফিরবে বৃষ্টি

কলকাতা, 27 সেপ্টেম্বর: বৃষ্টি কমতেই ফিরেছে গরম। গত কয়েকদিন ধরেই উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। তবে দক্ষিণবঙ্গও রেহাই পায়নি। যেখানে মেঘ সেখানেই বৃষ্টি হয়েছে এবং তা মুষলধারে। এরপর মঙ্গলবার থেকে পাহাড় এবং সমতলে বৃষ্টি কমেছে। আরও অন্তত তিনদিন সেভাবে বৃষ্টি হবে না বলেই মনে করে হাওয়া অফিস। এরপর থেকেই আবারও বাড়ছে গরম।

আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জানিয়েছেন, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে 27 ও 28 তারিখ বৃষ্টির পরিমাণ কম থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গে আজ, বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টিপাত নেই বললেই চলে। 29 তারিখ অর্থাৎ পরশু থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা । কলকাতার ক্ষেত্রে আগামিকাল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী পরশু থেকে কলকাতায় বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা। 30 তারিখ নাগাদ পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে এগোবে।

29 তারিখ থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনার কারণ হচ্ছে একটি ঘূর্ণাবর্ত এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ। উত্তরবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচদিন উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রার তেমন হেরফের হবে না। তাপমাত্রা যেমন আছে মোটামুটি সেরকমই থাকবে।

আরও পড়ুন:আপাতত কয়েকদিনের বিরতি, সপ্তাহ-শেষে ঘূর্ণাবর্তের হাত ধরে ফিরবে বৃষ্টি

মঙ্গলবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস। দু'টোই স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 96 শতাংশ। আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা। দু-এক পশলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।

আরও পড়ুন:অশান্তি এড়িয়ে যাওয়াই ভালো মিথুনের, বাকিদের ভাগ্যে কী আছে; জানুন রাশিফলে

ABOUT THE AUTHOR

...view details