কলকাতা, 24 সেপ্টেম্বর: বিক্ষিপ্ত বৃষ্টিতে দক্ষিণবঙ্গ ভিজছে। বৃষ্টি ফের দাপট দেখাচ্ছে উত্তরবঙ্গে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে পাহাড়ে। আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদরা জানিয়েছেন, মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিতে উত্তরবঙ্গ কার্যত ভাসছে। দক্ষিণবঙ্গে পরিস্থিতি স্বাভাবিক। শুক্রবার যে ঘূর্ণাবর্তের অবস্থান ঝাড়খণ্ডের উপরে ছিল তা এখন সরে গিয়েছে। সরে গিয়ে সেটি দক্ষিণ-পশ্চিম বিহার এবং তৎসংলগ্ন অঞ্চলের উপর মৌসুমী অক্ষরেখা অতিক্রম করছে । সেটির বিস্তার পুরুলিয়া, গুনা, সাতনা, কৃষ্ণনগর হয়ে মণিপুর পর্যন্ত।
চলতি সপ্তাহে 28 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ একটি ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হতে চলেছে আন্দামান সাগরে। আরও খবর, পরবর্তী 48 ঘণ্টায় সেটি নিম্নচাপে পরিণত হবে। এর ফলে উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ইতিমধ্যে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ভরা বাতাস উত্তরবঙ্গে প্রবেশ করেছে। তার জেরে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির হয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, দুই দিনাজপুরে, মালদা ও কোচবিহারে। আগামিকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে।
দক্ষিণবঙ্গে আজ এবং আগামিকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শনিবার দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও দুই 24 পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হয়েছে । আগামিকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে 1 জুন থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত 22 শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। উত্তরবঙ্গে স্বাভাবিকের থেকে 4 শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। সেপ্টেম্বরে কলকাতায় সাধারণত যে পরিমাণ বৃষ্টি হয়ে থাকে এবার তার থেকে 66 শতাংশ বৃষ্টি বেশি হয়েছে। এদিকে, 28 তারিখ উত্তর আন্দামান সাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে তার বিষয়ে 26 তারিখ বিস্তারিত জানা যাবে।
শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে সামান্য কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 96 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টির পরিমাণ 20.1 মিলিমিটার। আজ রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা। দু-এক পশলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি এবং 26 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।
আরও পড়ুন:চলতি সপ্তাহে চাকরিতে পদন্নোতি মীন রাশির, বাকিদের ভাগ্যে কী আছে ?