কলকাতা, 10 সেপ্টেম্বর: দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ইতিমধ্যেই কমেছে বৃষ্টির পরিমাণ। তার বদলে পারদ চড়ছে। গত কয়েকদিনে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম কিছুটা কমেছিল। কিন্তু এবার তা আরও একবার ফিরে এসেছে। সকালের দিকে আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়তেই আকাশে রোদের ঝলক চোখে পড়ছে। বজায় রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। মাঝে মাঝে হালকা হাওয়া দিলেও গরমের হাত থেকে রেহাই মিলছে না ৷ রোদ আর মেঘের এই খেলা চলবে। রাতে আংশিক মেঘলা আবহাওয়া থাকবে। তবে এরই মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।
আগামী 12 তারিখ, মঙ্গলবার পর্যন্ত এই আর্দ্রতাজনিত গরম চলবে। কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে। যেখানে মেঘ শুধু সেখানেই বৃষ্টি হবে। বৃষ্টির পরিমাণ এবং সময়- কোনওটাই বেশি হবে না ৷ আগামী দিন কয়েকের মধ্যে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2-3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। কলকাতার ক্ষেত্রেও একই পরিস্থিতি থাকবে। ছিটেফোঁটা বৃষ্টি হবে। তবে তা বাড়তে থাকা তাপমাত্রায় রাশ টানতে পারবে না। এককথায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি আপাতত বিশ্রামে।
অন্যদিকে, উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলার মধ্যে দু'টিতে দার্জিলিং এবং কালিম্পংয়ে আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃষ্টি কমেছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। ইতিমধ্যে উত্তরবঙ্গে প্রায় স্বাভাবিক হয়েছে বৃষ্টি । ঘাটতি সেভাবে নেই। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি এখনও 30 শতাংশের কাছাকাছি।
13 তারিখ থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হলেও তা দিয়ে ঘাটতি মেটার সম্ভাবনা নেই বলেই মনে করছে হাওয়া অফিস। শনিবার কলকাতা এবং আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটি তাপমাত্রাই স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 98 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টির পরিমাণ 15.7 মিলিমাটার। আজ, রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।
আরও পড়ুন:আজ কোন রাশির ভাগ্যে হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে, দেখে নিন