পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB Weather Update: সোম থেকে রাজ্যজুড়ে কমবে বৃষ্টি, বাড়বে গরম

West Bengal Weather Report: সোমবার থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে শুরু করবে। এমনটাই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে ৷ উত্তরের উপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজও। আগামিকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। মৌসুমী অক্ষরেখার অবস্থানের কারণে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পাশাপাশি আগামিকাল থেকে তাপমাত্রার বৃদ্ধি হবে দক্ষিণবঙ্গে।

WB Weather Update
আবহাওয়া

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 7:12 AM IST

Updated : Aug 27, 2023, 7:22 AM IST

আগামিকাল থেকে রাজ্যজুড়ে কমবে বৃষ্টি

কলকাতা, 27 অগস্ট: আবারও ছন্দ হারাল বর্ষা। কমবে বৃষ্টির পরিমাণ। গত কয়েকদিন ধরে যে লাগাতার বৃষ্টি হচ্ছিল তাতে ছেদ পড়তে চলেছে। অফিসের পূর্বাভাস সেইরকমই। আগামিকাল থেকে তাপমাত্রা ফের চড়বে। তা চড়তে চড়তে প্রায় 34 থেকে 35 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। ফলে আর্দ্রতাজনিত গরমের যে অস্বস্তি গত কয়েকদিন একটু হলেও দক্ষিণবঙ্গে কমে গিয়েছিল তা ফিরবে। মনে করা হয়েছিল রাজ্যজুড়ে বৃষ্টিপাতে ঘাটতি কমবে। কিন্তু আলিপুর বলছে দক্ষিণবঙ্গ এবং কলকাতায় বৃষ্টির ঘাটতির পরিমাণ বেশ ভালো । তবে উত্তরবঙ্গে বৃষ্টি উদ্বৃত্ত।

  • আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ চন্দ্র দাস জানিয়েছেন,

এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখার অবস্থান মুজফফরপুর,পূর্নিয়া, বাঁকুড়া হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপোসাগর পর্যন্ত। এছাড়া উত্তর-পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আরও একটি অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। এই ত্রহ্যস্পর্শ যোগে আজও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। বাদ যাবে না দক্ষিণবঙ্গও। এখানকার সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

  • বৃষ্টি কবে থেকে কমতে শুরু করবে?

আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ চন্দ্র দাস বলছেন, সোমবার থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে শুরু করবে। সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের জন্য। ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে রবিবারও। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজও। সোমবার অর্থাৎ আগামিকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। মৌসুমী অক্ষরেখার অবস্থানের কারণে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, নদিয়াতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামিকাল থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে

  • গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিতে ঘাটতি এখনও কতটা?

তিনি আরও বলছেন, দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি রয়েছে 25 শতাংশ ৷ কলকাতাতে 33 শতাংশ বৃষ্টি ঘাটতি রয়েছে। এই মুহূর্তে উত্তরবঙ্গে 12 শতাংশ অতিরিক্ত বৃষ্টি হয়েছে।

শনিবার কলকাতা এবং আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 98 শতাংশ। কলকাতার আকাশ আজ, রবিবার মেঘলা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামিকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা না-থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।

আরও পড়ুন:বাড়ি-গাড়ি কেনার জন্য শুভ দিন কোন রাশির জেনে নিন

Last Updated : Aug 27, 2023, 7:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details