কলকাতা, 27 অগস্ট: আবারও ছন্দ হারাল বর্ষা। কমবে বৃষ্টির পরিমাণ। গত কয়েকদিন ধরে যে লাগাতার বৃষ্টি হচ্ছিল তাতে ছেদ পড়তে চলেছে। অফিসের পূর্বাভাস সেইরকমই। আগামিকাল থেকে তাপমাত্রা ফের চড়বে। তা চড়তে চড়তে প্রায় 34 থেকে 35 ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। ফলে আর্দ্রতাজনিত গরমের যে অস্বস্তি গত কয়েকদিন একটু হলেও দক্ষিণবঙ্গে কমে গিয়েছিল তা ফিরবে। মনে করা হয়েছিল রাজ্যজুড়ে বৃষ্টিপাতে ঘাটতি কমবে। কিন্তু আলিপুর বলছে দক্ষিণবঙ্গ এবং কলকাতায় বৃষ্টির ঘাটতির পরিমাণ বেশ ভালো । তবে উত্তরবঙ্গে বৃষ্টি উদ্বৃত্ত।
- আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ চন্দ্র দাস জানিয়েছেন,
এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখার অবস্থান মুজফফরপুর,পূর্নিয়া, বাঁকুড়া হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপোসাগর পর্যন্ত। এছাড়া উত্তর-পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আরও একটি অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। এই ত্রহ্যস্পর্শ যোগে আজও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। বাদ যাবে না দক্ষিণবঙ্গও। এখানকার সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
- বৃষ্টি কবে থেকে কমতে শুরু করবে?
আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ চন্দ্র দাস বলছেন, সোমবার থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে শুরু করবে। সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের জন্য। ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে রবিবারও। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজও। সোমবার অর্থাৎ আগামিকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। মৌসুমী অক্ষরেখার অবস্থানের কারণে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, নদিয়াতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামিকাল থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে।
- গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিতে ঘাটতি এখনও কতটা?