কলকাতা, 26 অগস্ট: রাজ্যজুড়ে শ্রাবণের চেনা ধারাস্নানের দেখা শেষমেশ মিলল ভাদ্রে। রাজ্যজুড়েই চলছে এই পরিস্থিতি। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরেই বেশি বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবারের পর শুক্রবারও ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। আজ, শনিবারও ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে ভারী বৃষ্টির কারণে জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে যাওয়া করলা নদীর জল ঢুকে পড়েছে শহরে। নিচু এলাকায় করলা নদীর জল করে বানভাসি কয়েকশো পরিবার। উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে জলস্তর বেড়েছে। কিন্তু রাজ্যজুড়ে টানা বৃষ্টিতে ঘাটতি কি পূরণ হল?
আলিপুর আবহাওয়া দফতর বলছে, এই বৃষ্টিতে ঘাটতি কিছুটা কমবে। তবে স্বাভাবিক হবে বলা যাচ্ছে না। বৃষ্টির জেরে সর্বোচ্চ তাপমাত্রা পাঁচ ডিগ্রি কমেছে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিংয়ে লাল সতর্কতা জারি করা হয়েছে।
- হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের দেওয়া পূর্বাভাসের নির্যাস হল-
মৌসুমী অক্ষরেখা এখন দক্ষিণবঙ্গে সক্রিয়। পাশাপাশি বাংলাদেশ তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। ফলে আজ এবং আগামিকাল ভারী বৃষ্টির কমলা সতর্কতা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের তিন জেলা কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। এর জেরে উত্তরবঙ্গে নদীর জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবনের আশঙ্কা রয়েছে। শস্যের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পার্বত্য এলাকায় ভূমিধস নামতে পারে। ভারী বৃষ্টিতে পাহাড়ে দৃশ্যমানতা কমবে।