কলকাতা, 13 অগস্ট: সকাল থেকেই আকাশের মুখ ভার। গত কয়েকদিনের মতোই রবিবারও দিনভর দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গত কয়েকদিনে মতো আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। উপরের পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও বৃষ্টি বাড়বে। তার ইঙ্গিত শনিবার সন্ধ্যাই থেকে মিলতে শুরু হয়েছে।
রবিবার সকাল থেকেই কলকাতা এবং আশপাশের অঞ্চলের আকাশ মেঘলা। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস বলছে, মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গে স্বাভাবিক এবং উত্তরবঙ্গে সক্রিয় থাকবে। মৌসুমী অক্ষরেখা সীতামারী কিষাণগঞ্জ থেকে মালদা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। উত্তরবঙ্গ থেকে আরও একটি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার জেরে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলয় আরও দিন তিনেক ভারী বৃষ্টি হতে পারে। মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, দুই 24 পরগনা, হাওড়া, কলকাতা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ এবং দফা একটু বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। মৌসুমী অক্ষরেখার অবস্থানের সঙ্গে আজ, রবিবার বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে আগেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।
ঘূর্ণাবর্তের প্রত্যক্ষ প্রভাব দক্ষিণবঙ্গে নেই। তবে উপকূলের জেলা এবং বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শনিবার কলকাতা এবং আশপাশের অঞ্চলে দিনের আকাশ মেঘলা ছিল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 31.4 ডিগ্রি এবং 26.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘণ্টায় বৃষ্টির পরিমাণ 9.5 মিলিমিটার। দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি এবং 26 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।
আরও পড়ুন:চলতি সপ্তাহে আর্থিক ক্ষতির আশঙ্কা কোন রাশির ? জেনে নিন সাপ্তাহিক রাশিফলে