পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB Weather Update: পাহাড়ে ভারী থেকে অতি ভারী, সমতলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

West Bengal Weather Report: উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় আজ থেকে আগামী তিনদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ আর দক্ষিণে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।

WB Weather Update
আবহাওয়া

By

Published : Aug 12, 2023, 7:34 AM IST

গণেশ চন্দ্র দাসের দেওয়া আবহাওয়ার পূর্বাভাস

কলকাতা, 12 অগস্ট: রাজ্যজুড়েই বৃষ্টি হচ্ছে। কোথাও ভারী আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজছে বাংলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে। বাকি রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তাপমাত্রা 35 ডিগ্রির নীচে থাকলেও বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে অস্বস্তিকর ও আর্দ্রতাজনিত গরম অনুভূত হবে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ চন্দ্র দাসের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসের নির্যাসহল-

উত্তরবঙ্গে আগামী 2 দিন উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে আজ, শনিবার থেকে বৃষ্টি বাড়বে। মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে বিহার ও উত্তর প্রদেশের উপর। বিহার থেকে আরও একটি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রবিবার বাংলাদেশের উপর তৈরি হবে আরও একটি ঘূর্ণাবর্ত। ফলস্বরূপ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। আজ থেকে আগামী 2 দিন অর্থাৎ শনি, রবি ও সোমবার উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে বৃষ্টির পরিমাণ আজ থেকে বৃদ্ধি পাবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, উত্তর 24 পরগনা, বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে।

শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 93 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 17.1 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারের মতো আজ শনিবার দিনের আকাশ প্রধানত মেঘলাই থাকবে। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 26 ডিগ্রির আশেপাশে থাকবে।

আরও পড়ুন:কাদের ভাগ্যে হঠাৎ প্রাপ্তি যোগ, দেখ নিন রাশি মিলিয়ে

ABOUT THE AUTHOR

...view details