কলকাতা, 3 অগস্ট:গভীর নিম্নচাপের হাত ধরে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে ফিরেছিল তা দীর্ঘস্থায়ী হচ্ছে না। আজ, বৃহস্পতিবারের পর থেকেই বৃষ্টির দাপট ফের কমবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই ফের কাকভেজা হবে দক্ষিণবঙ্গ। ফলে সপ্তাহান্তে বৃষ্টি কমে গরম বাড়বে। আপাতত পশ্চিমের জেলার দিকে নিম্নচাপ সরে যাচ্ছে। গত দু'দিনের মতো বৃষ্টি আর মিলবে না গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তবে সপ্তাহের শেষে উত্তরবঙ্গে বর্ষার দাপট বাড়বে।
যেহেতু মৌসুমী অক্ষরেখার অবস্থান দক্ষিণবঙ্গের উপর তাই নিম্নচাপের রেশ কিছুটা হলেও থাকবে। ঝোড়ো হাওয়া চলবে। বিশেষ করে সাগরে হাওয়ার গতিবেগ বেশি থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি থাকছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় যে পূর্বাভাস দিয়েছেন তার নির্যাস হলঃ
গভীর নিম্নচাপ পুরুলিয়ার উপর অবস্থান করছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরে যাওয়ার কারণে আরও দুর্বল হয়ে পড়বে। আগামী 24 ঘণ্টায় পুরুলিয়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। যেখানে মেঘ সেখানে বৃষ্টি হবে।