কলকাতা, 31 জুলাই:বৃষ্টি বাড়ার কথা বলা হলেও গত 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গে সেভাবে দেখা যায়নি। উপকূল সংলগ্ন জেলা এবং পশ্চিমের জেলায় দফায় দফায় বৃষ্টি হচ্ছে। তবে তাও মাত্র কয়েক পশলা। আলিপুর হাওয়া অফিস বলছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। উপকূলের জেলাগুলিতে কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই পাহাড়ে।
বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। উপকূল সংলগ্ন এলাকায় হাওয়ার গতিবেগ বাড়বে। মৎস্যজীবীদের মঙ্গলবার ও বুধবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গে আজ, সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূল সংলগ্ন জেলা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমের জেলা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। ওড়িশা এবং উপকূল সংলগ্ন বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবারে।
আরও পড়ুন:ভারী বৃষ্টিতে বন্ধ রাস্তা, হাজার হাজার আপেল ড্রেনে ফেললেন মালিরা !
দক্ষিণবঙ্গে এখন একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। অন্যদিকে আছে বিক্ষিপ্ত বৃষ্টি। সবমিলিয়ে কখনও মেঘ, আবার কখনও রোদ। এর সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দিনে ও রাতে অস্বস্তি রয়ে যাচ্ছে। তবে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হচ্ছে না। উত্তরবঙ্গে আপাতত তিন থেকে চার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনও হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতে দফায় দফায় চলবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় মেঘলা আকাশ চললেও রোদের ঝিকিমিকে নেই তা বলা যাবে না ৷ বরং মেঘ সরলে যথেষ্ট রৌদ্রজ্বল আকাশ দেখা যাচ্ছে।
একইসঙ্গে কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছে এবং থাকবে। তাপমাত্রার পরিসংখ্যানে কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 91 শতাংশ। আজ, সোমবার দিনের আকাশ সাধারণত মেঘলা। দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকবে।
আরও পড়ুন:সপ্তাহের প্রথমদিন ভাগ্য সহায় হবে না মেষের, বাকিদের কেমন যাবে সোমবার; জানুন রাশিফলে