কলকাতা, 29 জুলাই:দিনভর আংশিক মেঘলা আকাশ। দফায় দফায় বিক্ষিপ্তভাবেহালকা থেকে মাঝারি বৃষ্টি। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত গরমের অস্বস্তি বজায় রয়েছে। উত্তর এবং দক্ষিণবঙ্গে তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন আপাতত নেই। এটাই আপাতত আবহাওয়ার পরিস্থিতি। এরই মধ্যে হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে রবিবার ও সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
অন্যবার, জুলাইয়ের 1 থেকে 26 তারিখ পর্যন্ত সাধারণত 300 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়ে থাকে। কিন্তু এবছর সেখানে হয়েছে মাত্র 129 মিলিমিটার বৃষ্টি। এই বিপুল ঘাটতি বাকি কয়দিনের বৃষ্টিতে মেটা সম্ভব নয় বলে মনে করছে আলিপুর হাওয়া অফিস। গত মাসে 27-28 জুন পর্যন্ত 60 মিলিমিটার বৃষ্টি হয়েছ। যা এই মরসুমে সবচেয়ে বেশি বৃষ্টিপাত। সেভাবে তারপর থেকে ভারী বৃষ্টি না-হওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি বেড়েছে। দক্ষিণবঙ্গে দিনভর আকাশ আংশিক মেঘলা থাকছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি প্রতিদিনই চলছে। দক্ষিণবঙ্গে যেহেতু রোদ থাকছে ফলে তাপমাত্রা কিছুটা চড়ছে। তার উপর বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি যেমন রয়েছে অন্যদিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিও চলছে।
আরও পড়ুন:ফের ফুঁসছে যমুনা! বিপদসীমা অতিক্রম করল জলস্তর
সবমিলিয়ে দক্ষিণবঙ্গে আজ, শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামিকাল এবং পরশু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতে চলছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই তিন জেলায় অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের দিকের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। আজ থেকে বৃষ্টি আরও কমবে উত্তরবঙ্গে।
কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বৃষ্টি চলছে এবং তা চলবেও। বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে আর্দ্রতাজনিত গরমের অস্বস্তি থাকবে। তাপমাত্রার পরিসংখ্যান বলছে, শুক্রবার কলকাতা এবং আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92 শতাংশ। শনিবার দিনের আকাশ সাধারণত মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।
আরও পড়ুন:গ্রহের বিরূপ অবস্থানের জের প্রেম জীবন ছারখার কোন রাশির ?