কলকাতা, 25 জুন: সকাল থেকে আকাশের মুখ ভার। আকাশে কালো মেঘের ঘনঘটা। বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাজুড়ে। মৌসুমী বায়ু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবেশ করার পরে প্রথম বৃষ্টিস্নাত দিন পাওয়া গেল। আলিপুর আবহাওয়া দফতর বলছে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে বৃষ্টির তোড় বাড়বে। আজ, রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার ওপরে।
বর্তমানে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে। আগামিদিনে ঘূর্ণাবর্তটি ব্যাপক শক্তি বাড়াতে পারে। হাওয়া অফিস বলছে, এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে। তবে আপাতত পরিস্থিতির দিকে নজর রাখছেন আবহবিদরা। মেঘলা আকাশ, ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হলেও দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম যাচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতর বলছে টানা বৃষ্টি না-হলে গরম কমবে না। বিক্ষিপ্তভাবে বৃষ্টির আগে যে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে তাতে বৃষ্টি হলেও সেভাবে প্রভাব পড়ছে না।
তার ওপর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থেকে যাচ্ছে। হাওয়া অফিস আগামী পাঁচদিনের আবহাওয়ার যে পূর্বাভাস দিয়েছে তাতে বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি কিংবা কখনও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে গত কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। যার জেরে ওপরের পাঁচটি জেলার মধ্যে দু'টি দার্জিলিং, কালিম্পংয়ে ভূমিধস দেখা গিয়েছে। নীচের জেলায় বহু জায়গায় জল জমেছে। এর প্রভাবে চাষাবাদের ক্ষতি হয়েছে।
আরও পড়ুন:সপ্তাহের প্রথমদিন কেমন কাটবে জানুন রাশিফলে
শনিবার থেকে ভারী বৃষ্টি না-হলেও আগামী দিনগুলোতে বৃষ্টি চলবে। ইতিমধ্যে উত্তরবঙ্গের নদীগুলোর জলস্তর বেড়েছে। উত্তর এবং দক্ষিণ দুই জায়গাতেই বৃষ্টির প্রভাবে তাপমাত্রা কমেছে। আগামীতে আরও কমার কথা বলেছে হাওয়া অফিস। শনিবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 96 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টির পরিমাণ 13.1 মিলিমিটার। আজ রবিবার দিনের আকাশ মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকবে।