কলকাতা, 28 মে: কখনও রোদ কখনও মেঘ। আলো ছায়ায় দিনের উত্তাপ কিছুটা কমবে। ঊর্ধ্বমুখী তাপমাত্রা হঠাৎ থমকে দাঁড়ায় স্বস্তি নামে জনজীবনে। শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির এই পরিস্থিতি থাকলেও আগামী কয়েকদিন তা বদলে যেতে পারে। আজ, রবিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে অনেকটাই কমে যাবে। হাওয়া অফিসের এই পূর্বাভাসে প্রাণান্তকর গরমের ছবি উঁকি দেবে ফের। কেরালাতে স্বাভাবিক সময়ের চেয়ে দেরিতে মৌসুমী বায়ুর প্রবেশ করায় বাংলাতেও বর্ষা আসতে দেরি হবে ৷ আর সেই দেরিতে এখন কাঁটা ছড়াচ্ছে ঊর্ধ্বমুখী পারদ। ফলে ফের একবার জ্বালাপোড়া অস্বস্তিকর গরমের সাক্ষী হতে চলেছে মহানগর।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া-
শনিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা ছিল। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ার দাপট মিলেছে। বিকেল বা সন্ধ্যা থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। কিন্তু আজ রবিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
উত্তরবঙ্গের স্বস্তির আবহাওয়া-
হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং-সহ পার্বত্য এলাকায়। তিন জেলায় তাপমাত্রা বাড়বে আগামী কয়েক দিনে। সেখানেও দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।