কলকাতা, 27 মে:দিনে ঘামে ভেজা শহর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই ভিজছে বৃষ্টিতে। গত কয়েকদিনে জেলার পাশাপাশি শহরেও কালবৈশাখীর তাণ্ডব দেখা গিয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঘণ্টায় 55 কিলোমিটার বেগে 3 মিনিটের কালবৈশাখী ঝড়ে কার্যত লন্ডভন্ড কলকাতা। কমবেশি 28.7 মিলিমিটার বৃষ্টির হাত ধরে কলকাতায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা নামল 5 ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ তাপমাত্রা 33.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি কম। তবে গতকাল কালবৈশাখী পাওয়া জেলাগুলির ভাগ্যে আজ শনিবার ঝড়-বৃষ্টি পাওয়ার সম্ভাবনা কম। তবে উত্তরবঙ্গে তিন জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সামগ্রিকভাবেই শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পরিস্থিতি। হাওয়া অফিসের পূর্বাভাস রবিবার থেকে বঙ্গে ফের বাড়বে তাপমাত্রা।
দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে
আজ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তার পরিমাণ তুলনায় কম। ঘণ্টায় 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। বেলা যত বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম কিছুটা থাকবে। বিকেল বা সন্ধ্যা থেকে দমকা ঝড় হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে দক্ষিণবঙ্গে। শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ঝড়-বৃষ্টি হয়েছে।
উত্তরবঙ্গ ভিজবে ঝড় বৃষ্টিতে
উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে হালকা বৃষ্টি চলবে। আজ তিনটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং ও জলপাইগুড়ি-সহ পার্বত্য এলাকায়। গতকালও এই জেলাগুলোতে ঝড়-বৃষ্টি হয়েছে।