কলকাতা, 15 মে: ঘূর্ণিঝড় মোকার কারণে বাংলাদেশ মায়ানমারে সর্বনাশ তবে বঙ্গে কিছুটা হলেও পৌষমাস। নতুন সপ্তাহে এই রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা বৃদ্ধির কথা বলা হয়েছে। রাজ্যের বাকি অংশে ঝড়-বৃষ্টি প্রায় পুরো সপ্তাহ ধরেই চলবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকার আছড়ে পড়ার খবরের সঙ্গে এই রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
রবিবার বেলা সাড়ে এগারোটা থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মোকা আছড়ে পড়েছে বাংলাদেশ ও মায়ানমার উপকূলে। পূর্বাভাস মতো ঘূর্ণিঝড়ের আঁচ পড়েনি বাংলায়। তবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এবং জোরালো বাতাসের হাত ধরে গরম থেকে সাময়িক স্বস্তিও মিলেছে। তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের নীচেই। এবার বৃষ্টির সম্ভাবনার কথাও জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছ, মোকা জলীয়বাষ্প শুষে নিয়েছে। ফলে পশ্চিম ভারতের শুষ্ক গরম বাতাস প্রচুর পরিমাণে এরাজ্যে প্রবেশ করেছে। তাতেই বেড়েছে তাপমাত্রা । এবার ঘূর্ণিঝড় সরে যাওয়ায় রাজ্যে ঢুকবে জলীয় বাষ্প ভরা বাতাস। মোকার প্রভাবে পুঞ্জীভূত মেঘও তৈরি হয়েছে। যার ফলে রাজ্যে শুরু হবে বজ্রপাত-সহ বৃষ্টি। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বইবে ঝোড়ো বাতাস।
মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে এবং বুধবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মাঝে মঙ্গলবার রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা ৷
পশ্চিমের জেলাগুলিতে মঙ্গলবার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। পশ্চিমের যে জেলাগুলোতে পারদ চড়ার সম্ভাবনা রয়েছে সেগুলো হল-বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই বর্ধমান। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাংলাদেশ লাগোয়া এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনায় বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:মায়ানমারের উপকূলে আছড়ে পড়ল সুপার সাইক্লোন মোকা, প্রভাব চট্টগ্রাম-বড়িশাল উপকূলেও
এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। রবিবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য নীচে। সর্বনিম্ন তাপমাত্রা 27.3 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 82 শতাংশ। আজ সোমবার ঘর্মাক্ত অস্বস্তিকর গরম থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 37 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে থাকবে।