কলকাতা, 16 এপ্রিল: বাংলা নববর্ষকে 'স্বাগত' জানিয়েছে তাপপ্রবাহ। বছর পালটে গেলেও অসহ্য গরম থেকে আজও রেহাই মিলছে না। গরমের এই দাপুটে ইনিংসকে বৃষ্টি যে কবে মাটি করবে তার দিকেই তাকিয়ে বঙ্গবাসী ৷ তবে আবহাওয়া দফতর একটা আশার বাণী শুনিয়েছে ৷ আগামী 20 তারিখের পর থেকে ঝড়-বৃষ্টির একটা হালকা সম্ভাবনা রয়েছে। তবে তা নিয়ে এখন কোনও পূর্বাভাস দেওয়ার চেয়ে পরিস্থিতির দিকে নজর রাখতে চায় হাওয়া অফিস। তাছাড়া এত আগে ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া সম্ভব নয় বলেই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। তাপপ্রবাহের মধ্যে থাকা মানুষজনের এই প্রাণান্তকর পরিস্থিতির মধ্যে ঝড়-বৃষ্টির উকিঝুঁকি আশা জাগায়।
যদিও চৈত্রের শেষ দিক থেকে শুরু হওয়া গরমের বাড়বাড়ন্ত বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনেও অব্যাহত ছিল। এর সঙ্গে আগামী পাঁচদিন তা থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ঝাড়খণ্ড থেকে তামিলনাড়ু পর্যন্ত তৈরি হওয়া নিম্নচাপ অক্ষরেখায় কিছুটা জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করেছে। ফলে গত কয়েকদিন ধরে চলতে থাকা তাপমাত্রায় রাশ পড়েছে। তবে স্বস্তি দিচ্ছে এই নিম্নচাপ অক্ষরেখা। কারণ বৃষ্টির জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ জরুরি তা এখন হয়ে ওঠেনি। শনিবার আর্দ্রতা জনিত গরম থাকলেও আজ থেকে ফের শুষ্ক গরমে অস্বস্তি বাড়বে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও গরম যথেষ্ট।