কলকাতা, 16 ফেব্রুয়ারি: তাপমাত্রার পারদ 15 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করলেও শীত তার ইনিংস শেষ করে ফেলেছে। লক্ষীবারে পারদ গত দু'দিনের তুলনায় চড়বে। এরপর প্রতিদিনই বাড়তে থাকবে তাপমাত্রা। ফলে শীত বিদায় চলতি মরশুমে হয়েই গেল। ইতিমধ্যে রোদের তাপ গায়ে ছ্যাঁকা দিচ্ছে। বেশিক্ষণ রোদে দাঁড়িয়ে থাকলে যথেষ্ট গরম অনুভূত হওয়াই ঘাম জমছে। তবে বাতাসে শুষ্কতা থাকায় গায়ের চামড়ায় টান ধরছে (West Bengal Weather Update)।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল, 16 ফেব্রুয়ারি অর্থাৎ আজ, বৃহস্পতিবার থেকে পারদ দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রার এই বৃদ্ধি ধীরে ধীরে চলতি সপ্তাহের মধ্যে 20 ডিগ্রিতে স্পর্শ করবে। ইতিমধ্যে সর্বোচ্চ তাপমাত্রাও বাড়তে শুরু করেছে। ফলে শীত পেরিয়ে গরমের আগমনী বোঝা যাচ্ছে। যদিও ক্যালেন্ডার বলছে সময়টা বসন্ত। কিন্তু তাপমাত্রার পারদের অবস্থান দেখলে তা বোঝা যাচ্ছে না। শুষ্কতা আবহাওয়াজুড়ে।
শীতের এই বিদায়ের ইঙ্গিত দক্ষিণবঙ্গের পাশাপাশি মিলছে উত্তরবঙ্গেও। তবে কুয়াশার দাপট উত্তরবঙ্গে থাকলেও দক্ষিণবঙ্গে সেভাবে নেই। কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের আবহাওয়াতেই বিদায় শীত, স্বাগত বসন্ত। শহর কলকাতার দিনের রোদে গা পুড়ছে। এতদিন সূর্য ডোবার পরে যে হালকা ঠান্ডার অনুভূতি অল্প হলেও ছিল তা বুধবার বিকেল থেকে অনেকটাই উধাও। যা আজ থেকে বাড়বে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। ফলে সামগ্রিক শীতের হালকা আমেজ অদৃশ্য হয়ে গরম অনুভূত হতে শুরু করেছে।
আরও পড়ুন:মিথুনের আজ নতুন দায়িত্ব আসার সম্ভাবনা, আপনার ভাগ্যে কী রয়েছে ?
বুধবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 88 শতাংশ। সর্বনিম্ন 27 শতাংশ। বৃহস্পতিবার দিনের আকাশ রৌদ্রজ্বল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি এবং 16 ডিগ্রির আশেপাশে থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস হাওয়া অফিসের তরফের দেওয়া হয়নি ৷