কলকাতা, 26 ডিসেম্বর:উষ্ণতার আবহে কেটেছে বড়দিন ৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া প্রবেশ করতে পারেছে না ৷ তার জেরেই আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গে স্বাভাবিকের থেকে তাপমাত্রা 1-3 ডিগ্রি বেশি থাকবে ৷ পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে । ফলে দুই বঙ্গে ঠান্ডা অনেকটাই কমে যাবে ৷ এমনটাই জানালো হাওয়া অফিস ৷
আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, বড়দিন থেকে নতুন বর্ষবরণের পর্যন্ত উৎসবের আনন্দে মেতে উঠতে ঠান্ডা অনুঘটকের কাজ করে ৷ তবে বড়দিনেও হাড়কাঁপানো ঠান্ডা ছিল না ৷ বছরের শেষটাও উষ্ণতার মধ্যেই কাটবে ৷ হাড়কাঁপানো ঠান্ডার পরশ থেকে বঞ্চিত হবেন রাজ্যবাসী ৷ এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের ৷
সৌরিশ বন্দ্যোপাধ্যায়ের কথায়, "গত তিন 3 বছর ধরেই ঠান্ডার গ্রাফ প্রায় ঊর্ধ্বমুখী ৷ তাপমাত্রা কমছে না ৷ বর্ষশেষের সপ্তাহ পর্যন্ত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । যার ফলে নতুন বছরের আগে জমিয়ে ঠান্ডার অনুভূতি ফেরত আসার সম্ভাবনা কম। ইতিমধ্যেই পারদ 16 থেকে 17 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে । দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একই পরিস্থিতি ৷ শুষ্ক আবহাওয়া ও পরিষ্কার আকাশ থাকবে ।
সোমবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.9 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2.4 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 96 শতাংশ। আজ মঙ্গলবার দিনের শুরু কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা গড়ালে রৌদ্রজ্বল হবে । সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রির আশেপাশে থাকতে পারে । নতুন বছরে আগের সর্বোচ্চ তাপমাত্র 26 ডিগ্রি থাকায় আপাতত হাড়কাঁপানো ঠান্ডার রেশ থেকে বঞ্চিত হবেন তিলোত্তমাবাসী ৷
আরও পড়ুন:
- আজ কেমন কাটবে আপনার দিন, জানুন রাশিফলে
- বড়দিন উদযাপনেই শুধু ভিড়, বাকি সময়ে ইতিহাস আকড়ে একাকি দাঁড়িয়ে গ্রিক অর্থোডক্স গির্জা
- বড়দিনে ডাকাতদলের হানা চাঁচলে, কোটি টাকার সোনার গয়না সাফ করে চম্পট দিল দুষ্কৃতীরা