পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পঞ্চম আসনে রাজ্যসভার প্রার্থী দেওয়া নিয়ে আজ সিদ্ধান্ত বামফ্রন্টের - today the Left Front has decided on the fifth seat in the Rajya Sabha

এখনও পর্যন্ত রাজ্যসভার প্রার্থীদের নাম ঘোষণা করলেন না বামফ্রণ্ট নেতৃত্ব৷ পঞ্চম আসনের প্রার্থী দেওয়া নিয়ে এবারও সিদ্ধান্ত নিতে বিলম্ব করছে তারা। অপরদিরকে তৃণমূল তাদের চার প্রার্থীর নাম ঘোষণা করে ফেলেছেন৷

rajyasabha
রাজ্যসভার প্রার্থী দেওয়া নিয়ে আজ সিদ্ধান্ত বামফ্রন্টের

By

Published : Mar 9, 2020, 2:47 AM IST

কলকাতা, 9 মার্চ : রাজ্যসভায় নিজেদের চার প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল । কিন্তু এখনও পিছিয়ে বামফ্রন্ট। পঞ্চম আসনের প্রার্থী দেওয়া নিয়ে এবারও সিদ্ধান্ত নিতে বিলম্ব করছে তারা । আলিমুদ্দিন স্ট্রিটের প্রথমসারির নেতাদের আশঙ্কা, অতীতের মতো এবারও ফসকে না যায় তাদের প্রার্থী । এর আগেই রাজ্যসভা নির্বাচনের সময় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মনোনয়নপত্র বাতিল হয়ে গিয়েছিল । নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর মনোনয়নপত্র জমা দেওয়ায় বাতিল হয়ে গিয়েছিল তাঁর মনোনয়ন।

সীতারাম ইয়েচুরি দুবার রাজ্যসভায় প্রার্থী ছিলেন । তাই এখন রাজ্যসভায় তাঁর আর সুযোগ নেই বলে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । তাহলে কি ফের বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেই রাজ্যসভায় প্রার্থী করতে চায় CPI(M) ? এই প্রশ্ন এখন ঘুরছে রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে । পঞ্চম আসনে কংগ্রেস প্রার্থী দেবে না সে কথা ঘনিষ্ঠমহলে স্পষ্টভাবে জানিয়েছেন বিমান বসু । তিনি বলেন, "চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় কমিটি।"

সে ক্ষেত্রে মহম্মদ সেলিম, বৃন্দা কারাটের নাম নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। রাজ্যসভার প্রার্থীর মনোনয়নের শেষ দিন 13 মার্চ। এর আগের বার আইনগত জটিলতা থাকায় CPI(M) নেতা বিকাশ ভট্টাচার্যের মনোনয়ন বাতিল হয়ে গিয়েছিল । আলিমুদ্দিন স্ট্রিটের নেতৃত্ব এবারও সেই আশঙ্কাই করছে । হাতে সময় বেশি নেই । মনোনয়নপত্র স্কুটিনি হবে। তারই মধ্যে শুরু হবে বিধানসভার অধিবেশন । একদিকে অধিবেশন, অন্যদিকে রাজ্যসভায় প্রার্থীদের মনোনয়নপত্র খুঁটিয়ে দেখার কাজে বিস্তর সময় লাগে । বুধবার থেকে রাজ্য বিধানসভা থেকে মনোনয়নপত্র তুলে জমা দেওয়া শুরু করবেন তৃণমূল প্রার্থীরা । আলিমুদ্দিন স্ট্রিট সূত্রের খবর, আজ বিকেলের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে রাজ্যসভার পঞ্চম আসনের CPI(M) প্রার্থীর নাম।

প্রসঙ্গত, তৃণমূল বিধায়ক সংখ্যার নিরিখে চারটি আসনেই প্রার্থী দিতে পারবে। পঞ্চম আসনটি বাম-কংগ্রেসকে ছেড়ে দিতে হবে ।

ABOUT THE AUTHOR

...view details