কলকাতা, 9 মার্চ : রাজ্যসভায় নিজেদের চার প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল । কিন্তু এখনও পিছিয়ে বামফ্রন্ট। পঞ্চম আসনের প্রার্থী দেওয়া নিয়ে এবারও সিদ্ধান্ত নিতে বিলম্ব করছে তারা । আলিমুদ্দিন স্ট্রিটের প্রথমসারির নেতাদের আশঙ্কা, অতীতের মতো এবারও ফসকে না যায় তাদের প্রার্থী । এর আগেই রাজ্যসভা নির্বাচনের সময় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মনোনয়নপত্র বাতিল হয়ে গিয়েছিল । নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর মনোনয়নপত্র জমা দেওয়ায় বাতিল হয়ে গিয়েছিল তাঁর মনোনয়ন।
সীতারাম ইয়েচুরি দুবার রাজ্যসভায় প্রার্থী ছিলেন । তাই এখন রাজ্যসভায় তাঁর আর সুযোগ নেই বলে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । তাহলে কি ফের বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেই রাজ্যসভায় প্রার্থী করতে চায় CPI(M) ? এই প্রশ্ন এখন ঘুরছে রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে । পঞ্চম আসনে কংগ্রেস প্রার্থী দেবে না সে কথা ঘনিষ্ঠমহলে স্পষ্টভাবে জানিয়েছেন বিমান বসু । তিনি বলেন, "চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় কমিটি।"