পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ রাজ্য সরকারি কর্মচারীদের DA মামলার রায় দেবে SAT - আজ DA মামলার রায় দেবে SAT

লকডাউনের জেরে স্থগিত রাখা হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের DA মামলার রায় ৷ সেই মামলারই রায় দান হবে আজ ৷

Nabanna
নবান্ন

By

Published : Jul 8, 2020, 11:32 AM IST

কলকাতা, 8 জুলাই : লকডাউনের জেরে বন্ধ ছিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের কাজ ৷ তাই স্থগিত রাখা হয় রাজ্য সরকারি কর্মচারীদের DA মামলার রায় ৷ 8 জুন SAT-এর কাজ পুনরায় শুরু হয় ৷ এরপর আজ DA মামলার রায় দেবে SAT।

কেন্দ্রের সরকারি কর্মচারীদের মতো একই হারে DA দিতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদেরও ৷ এই দাবি জানিয়ে 2017 সালের 17 ফেব্রুয়ারি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে(SAT) মামলা করেন রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ ৷ দু'বছরের বেশি সময় ধরে শুনানি চলার পর 2019-র 27 জুলাই SAT এই মামলার রায় দেয় ৷ SAT-এর তরফে বলা হয়, 6 মাসের মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের কেন্দ্রের মতোই একই হারে DA দিতে হবে ৷

SAT-এর এই রায়ের পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের তরফে হাইকোর্টে আবেদন করা হয় ৷ হাইকোর্ট সেই আবেদন SAT-কে হস্তান্তর করে ৷ সেই আবেদনের ভিত্তিতে ফের এই মামলার শুনানি শুরু হয় ৷ অবশেষে 3 মার্চ এই মামলার শুনানি শেষ হয় ৷ কিন্তু রায় দেওয়ার আগেই দেশে লকডাউন শুরু হয়ে যায় ৷ বন্ধ হয়ে যায় SAT-এর সমস্ত কাজ ৷ তাই স্থগিত রাখা হয় DA মামলার রায় ৷ ওই মামলারই রায় দান হবে আজ ৷ বিচারপতি রঞ্জিত বাগ ও সুবেশ দাসকে নিয়ে গঠিত SAT-এর বেঞ্চে এই মামলার রায় দেওয়া হবে ৷

ABOUT THE AUTHOR

...view details