কলকাতা, 24 নভেম্বর : আজ ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বর্তমানে বাঁকুড়া সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী । সেখান থেকেই অনলাইনে বৈঠকে যোগ দেবেন তিনি । পাশাপাশি বৈঠকে উপস্থিত থাকবেন যেসব রাজ্যের কোরোনা পরিস্থিতি খারাপ তেমন সাতটি রাজ্যের মুখ্যমন্ত্রী । জানা গেছে, কোরোনা প্রতিষেধক আসার পর তা কীভাবে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে প্রথম সারির কোরোনা যোদ্ধাদের কাছে পৌঁছে দেওয়া হবে, সেই রূপরেখা তৈরি করতেই আটটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে মোদির এই বৈঠক ।
সকাল সাড়ে দশটায় শুরু হবে বৈঠক । দু'টি ভাগে হবে এই বৈঠক । প্রথমভাগে- যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কোরোনার প্রকোপ বেশি তেমন আটটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী । দ্বিতীয়ভাগে- ভ্যাকসিন বিতরণ নিয়ে আলোচনা সারবেন । পর্যালোচনা সভার মূল আলোচ্য বিষয়- ভ্যাকসিনের বণ্টন এবং কারা অগ্রাধিকার পাবে তাদের চিহ্নিতকরণের বিষয়টি। গত মাসেই ভ্যাকসিনের মজুত পরিকল্পনা করার সময় কর্মকর্তাদের দেশের ভৌগোলিক বিস্তৃতি ও বৈচিত্র্যের কথা মাথায় রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী । আজকের বৈঠকে ভ্যাকসিন বণ্টন নিয়ে কেন্দ্রের ভাবনা তুলে ধরতে পারেন তিনি ।