কলকাতা, 27 ডিসেম্বর : আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন । সর্বনিম্ন তাপমাত্রা 11.2 ডিগ্রি সেলসিয়াস । এর আগে 21 ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস ।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে শীতের দাপট চলবে । দক্ষিণবঙ্গের 3 টি জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে । শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে । দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা 10 ডিগ্রি থাকবে । কলকাতা-সহ কয়েকটি জেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি কম থাকবে ।
অন্যদিকে, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পঞ্জাব, হরিয়ানা, চন্দ্রিকা, জম্মু ও কাশ্মীর, হিমাচলপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী 48 ঘণ্টায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গ , ওড়িশা, তেলাঙ্গানা ও আন্দামান-নিকোবরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণ ভারতে পুবালি হাওয়ার প্রভাবে এই বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে মৌসম ভবন ।