পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পোস্তা উড়ালপুল নিয়ে আজই মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবেন ফিরহাদ

প্রথম ধাপে পোস্তা উড়ালপুল ভাঙার কাজ শুরু হয়েছে ৷ আর সেই কাজ পরিদর্শনে গেলেন ফিরহাদ হাকিম ৷ পাশাপাশি তিনি জানান , প্রত্যেক ধাপেই তিনি এভাবেই পরিদর্শনে আসবেন ৷

পোস্তা উড়ালপুল
পোস্তা উড়ালপুল

By

Published : Jun 22, 2021, 4:43 PM IST

কলকাতা , 22 জুন : 20 তারিখ থেকে শুরু হয়েছে প্রথম ধাপে পোস্তা উড়ালপুল ভাঙার কাজ ৷ কীভাবে কাজ হচ্ছে তা পরিদর্শনে আসেন পরিবহনমন্ত্রী তথা কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷ পাশাপাশি তাঁর সঙ্গে আসেন কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরাও ৷ উপস্থিত ছিলেন কেএমডির তরফে যে চারটি সংস্থাকে উড়ালপুল ভাঙার দায়িত্ব দেওয়া হয়েছে , সেই সংস্থার ইঞ্জিনিয়াররাও ৷

অত্যাধুনিক প্রযুক্তিতে ভাঙা হচ্ছে পোস্তা উড়ালপুল ৷ কম্পন বিহীন প্রযুক্তিতে উড়ালপুলটি ভাঙার ফলে উড়ালপুলের পার্শ্ববর্তী বাড়িগুলির কোনও ক্ষতি হবে না বলে জানিয়েছেন ইঞ্জিনিয়াররা ৷ উপরন্তু এলাকার মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই অত্যাধুনিক প্রযুক্তিতে ধাপে ধাপে উড়ালপুল ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ জগন্নাথ ঘাট রোডের সংযোগস্থল থেকে পোস্তা ক্রসিং পর্যন্ত ধাপে ধাপে উড়ালপুলটি ভাঙা হবে ৷ প্রথম ধাপে 45 দিনে এই ভাঙার কাজ হবে। জগন্নাথ ঘাট রোড থেকে স্ট্র্যান্ড রোড পর্যন্ত দ্বিতীয় ধাপে উড়ালপুলটি ভাঙা হবে ৷ তৃতীয় ধাপে ভাঙা হবে পোস্তা পেট্রল পাম্প থেকে গিরিশ পার্ক ক্রসিং পর্যন্ত।

উড়ালপুল পরিদর্শন শেষে তিনি বলেন , "উড়ালপুল ভাঙার কাজে আমি সন্তুষ্ট ৷ আজই মুখ্যমন্ত্রীকে রিপোর্ট পাঠানো হবে ৷" পাশাপাশি তিনি বলেন , "নিরাপত্তার দিকটিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ৷ তাই উড়ালপুলের এক একটি গার্ডার খুলে নামিয়ে আনা হচ্ছে ৷ প্রত্যেক ধাপে উড়ালপুল ভাঙার সময় এভাবেই আমি পরিদর্শনে আসব ৷ প্রথমদিকে উড়ালপুল ভাঙার কাজে দেরি হলেও , নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ হবে ৷"

পোস্তা উড়ালপুল নিয়ে আজই মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবেন ফিরহাদ

আরও পড়ুন :15 জুন থেকে ভাঙা হবে পোস্তা উড়ালপুল : ফিরহাদ

প্রসঙ্গত , 2016 সালের 31 মার্চ ভেঙে পড়ে উড়ালপুলটি। দুর্ঘটনায় প্রায় 100 জন নিহতও হন। পাঁচ বছর ধরে প্রায় ভগ্নদশায় থাকার পর উড়ালপুলটি ভাঙার কাজ শুরু হওয়ায় খুশি পোস্তাবাসী ৷

ABOUT THE AUTHOR

...view details