পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এগজ়িট পোলকে মান্যতা নয়, বৈঠকে মমতা-চন্দ্রবাবু - meeting

রাজ্যে এলেন TDP সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু । বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ।

ফাইল ফোটো

By

Published : May 20, 2019, 1:58 PM IST

Updated : May 20, 2019, 6:54 PM IST

কলকাতা, 20 মে : সপ্তদশ লোকসভা নির্বাচন শেষ হওয়ার 24 ঘণ্টাও কাটেনি, তারই মধ্যে রাজ্যে এলেন চন্দ্রবাবু নাইডু । সূত্রের খবর, বৈঠকে ইউনাইটেড ইন্ডিয়া নিয়ে একপ্রস্থ আলোচনা সারতে পারেন তাঁরা ।

লোকসভা নির্বাচন ঘোষণার পর BJP বিরোধী আঞ্চলিক দলগুলিকে নিয়ে মহাগটবন্ধনের ডাক দিয়েছিলেন মমতা, চন্দ্রবাবু, অখিলেশরা । ব্রিগেডের সভা থেকে কেন্দ্রে সরকার গড়ার ডাকও দেন তাঁরা । এদিকে, ইতিমধ্যেই রাহুল, অখিলেশ, মায়াবতীর সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন চন্দ্রবাবু নাইডু । তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যে প্রচারও করে গেছিলেন । জানিয়েছিলেন রাজ্যে ভালো ফল করবে তৃণমূল ।

এদিকে ভোটের পর বুথ ফেরত সমীক্ষায় দেখা গেছে কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন NDA । 543টি আসনের মধ্যে NDA 300-র বেশি আসন পাবে বলে প্রাথমিকভাবে উঠে এসেছে বুথ ফেরত সমীক্ষায় । টাইমস নাও, রিপাবলিক টিভি সি ভোটার NDA-কে রীতিমতো লেটার মার্কস দিয়েছে ।

তবে, এগজ়িট পোল বা বুথ ফেরত সমীক্ষার গ্রহণযোগ্যতা নিয়ে গতকালই প্রশ্ন তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর কথায়, বুথ ফেরত সমীক্ষা (এগজ়িট পোল) আসলে একটি গল্প । এগজ়িট পোলকে মান্যতা দিচ্ছেন না চন্দ্রবাবু নাইডুও । মোদি সরকার ক্ষমতাচ্যুত হবে বলেই এখনও আশাবাদী তাঁরা ।

এদিকে, আজ রাজ্যে আসার আগে TDP সুপ্রিমো বলেন, "দলের জয় নিয়ে আমি 1000 শতাংশ নিশ্চিত । নির্বাচনে জেতা নিয়ে আমার 0.1 শতাংশও সংশয় নেই ।"

সূত্রের খবর, নির্বাচনে যদি আঞ্চলিক দলগুলি ভালো ফল করে, সেই অবস্থায় প্রধানমন্ত্রী কে হবেন, আজকের বৈঠকে তা নিয়ে আলোচনা হতে পারে । তাই, মমতা-চন্দ্রবাবুর আজকের বৈঠক রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ ।

এই সংক্রান্ত খবর :এগজ়িট পোল : কেন্দ্রে NDA, রাজ্যে শক্তি বাড়ছে BJP-র

এই সংক্রান্ত খবর :এগজ়িট পোলের গল্প দিয়ে EVM বদলের ছক, টুইট মমতার

Last Updated : May 20, 2019, 6:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details