কলকাতা, 27 মে : সরকারি দায়িত্বে প্রাতিষ্ঠানিক কোয়ারানটিনে রাখতে হবে পরিযায়ী শ্রমিকদের । COVID-19 নির্ণয়ের জন্য ICMR-এর নির্দেশিকা অনুযায়ী পরিযায়ী শ্রমিকদের সোয়াবের নমুনা পরীক্ষা করাতে হবে । নাহলে, COVID-19-এর সংক্রমণ সমাজে দ্রুত ছড়িয়ে পড়বে । মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে এই আশঙ্কার কথা জানিয়েছে রাজ্যের সরকারি চিকিৎসকদের একাংশ ।
কোরোনা সংক্রমণ রুখতে পরিযায়ী শ্রমিকদের সরকারি কোয়ারানটিনে রাখা ও টেস্টের দাবি
রাজ্যের সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের অভিযোগ, রাজ্যে COVID-19 নির্ণয়ের ক্ষেত্রে ICMR-এর গাইডলাইন মানা হচ্ছে না । তার উপর আমফানের দাপটে রাজ্যজুড়ে COVID-19 নির্ণয়ের জন্য পরীক্ষার সংখ্যা কম হচ্ছে । ফলে রাজ্যে দ্রুত COVID-19-এর সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে ।
রাজ্যের সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম গতকাল মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে । রাজ্যে COVID-19-এর সংক্রমণ মোকাবিলার জন্য কী করণীয়, সেই বিষয়ে চিঠিতে জানানো হয়েছে । চিঠির বিষয়ে সরকারি চিকিৎসকদের এই সংগঠনের সাধারণ সম্পাদক তথা চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "অবিলম্বে পরিযায়ী শ্রমিকদের সরকারি দায়িত্বে প্রাতিষ্ঠানিক কোয়ারানটিনের ব্যবস্থা করতে হবে । ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)-এর নির্দেশিকা অনুযায়ী পরিযায়ী শ্রমিকদের COVID-19 নির্ণয়ের জন্য তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষার ব্যবস্থা করতে হবে । না হলে COVID-19 এর সংক্রমণ দ্রুত সমাজে ছড়িয়ে পড়বে। তার ফল হবে মারাত্মক।"
তিনি আরও বলেন, "অধিকাংশ পরিযায়ী শ্রমিকের স্বাস্থ্যবিধি মানার মতো বাসস্থান নেই । অনেকে মিলে ভিনরাজ্য থেকে রাজ্যে ফিরেছেন । এর জন্য দীর্ঘ সময় লেগেছে । ফলে, পরিযায়ী শ্রমিকদের মধ্যে সংক্রমণের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় ।"
সরকারি চিকিৎসকদের এই সংগঠনের অভিযোগ, রাজ্যে COVID-19 নির্ণয়ের ক্ষেত্রে ICMR-এর গাইডলাইন মানা হচ্ছে না । তার উপর আমফানের দাপটে রাজ্যজুড়ে COVID-19 নির্ণয়ের জন্য পরীক্ষার সংখ্যা কম হচ্ছে । ফলে, রাজ্যে দ্রুত COVID-19-এর সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে ।