কলকাতা, 1 এপ্রিল: গঙ্গার গ্রাসে তলিয়ে যাচ্ছে পলতার গঙ্গা পাড়ের জমি । তার জেরেই বিপদের মুখে পড়েছিল পলতা জল প্রকল্প । বিপর্যয় ঠেকাতে পলতা ইন্দিরা গান্ধি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট লাগোয়া প্রায় দু'কিলোমিটার এলাকা পাড় বাঁধাইয়ের কাজ করছে কলকাতা পৌরনিগম । এই পরিশোধন কেন্দ্রের জলই টালা ট্যাঙ্কের মাধ্যমে কলকাতার বিস্তীর্ণ এলাকায় যায় । এই প্রকল্পে 120 কোটি টাকা বরাদ্দ হয়েছে ৷
ব্রিটিশ আমলে তৈরি পানীয় জল পরিশোধন কেন্দ্র পলতা ইন্দিরা গান্ধি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট গঙ্গার পাড়ে অবস্থিত । তবে বেশ কিছু বছর ধরেই গঙ্গা গিলছে সেই এলাকার পাড়ের জমি । বিপদ প্রায় সম্মুখে এসেছে ৷ ক্ষতি এড়াতে পাড় বাঁধানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । কলকাতা পৌরনিগম সূত্রে খবর, পাড় বাঁধানোর এই বিপুল খরচ দিচ্ছে রাজ্য সরকার । ইতিমধ্যে কাজও শুরু হয়ে গিয়েছে । কাজ শেষ হতে সময় লাগবে প্রায় 1 বছর ৷ 2 কিলোমিটার দীর্ঘ গঙ্গা পাড় বাঁধাতে লোহা ও বিশেষ মানের শিট মিশিয়ে গঙ্গার পাড় বাঁধানোর কাজ হচ্ছে । এই ক্ষেত্রে সিমেন্টের ব্যবহার করা হচ্ছে না । সবটাই লোহার বিম আর পাতের কাজ । কমবেশি ছ'হাজার মেট্রিক টন লোহার পাত ব্যবহার করা হচ্ছে এই কর্মকাণ্ডে । ফেলা হচ্ছে বোল্ডারও । তার উপর জল দিয়ে বাঁধাই হচ্ছে গঙ্গার পাড় ।