পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজীবের বিরুদ্ধে তথ্যপ্রমাণ খতিয়ে দেখতে দিল্লিতে তলব CBI অফিসারদের - sc

সুপ্রিম কোর্টে রাজীব কুমারের বিরুদ্ধে আনা অভিযোগের স্বপক্ষে যাবতীয় তথ্যপ্রমাণ পেশ করার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। পরবর্তী শুনানিতেই সেইসব তথ্য CBI-কে পেশ করতে নির্দেশ দিয়েছে আদালত।

cbi

By

Published : Mar 5, 2019, 11:25 PM IST

কলকাতা, ৫ মার্চ : সুপ্রিম কোর্টে রাজীব কুমারের বিরুদ্ধে আনা অভিযোগের স্বপক্ষে যাবতীয় তথ্যপ্রমাণ পেশ করার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। পরবর্তী শুনানিতেই সেইসব তথ্য CBI-কে পেশ করতে নির্দেশ দিয়েছে আদালত। আদালতের সেই নির্দেশের পর সারদা মামলার দুই তদন্তকারী অফিসারকে দিল্লিতে ডেকে পাঠিয়েছেন CBI-এর ডিরেক্টর ঋষিকুমার শুক্লা।

CBI সূত্রে খবর, সুপ্রিম কোর্টে তথ্যপ্রমাণ জমা দেওয়ার আগে সেসব নিজে পরীক্ষা করে দেখতে চান ঋষিকুমার। কারণ তিনি চান না এই মামলায় কোনও ফাঁক থাকুক। তাছাড়া CBI অধিকর্তাকে যেহেতু এই নথি জমা দিতে বলা হয়েছে, তাই সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়তে হতে পারে ঋষিকুমারকে।

রাজ্যের দুই তদন্তকারী CBI অফিসারের সঙ্গেও কথা বলবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লিগাল সেলের সদস্যরা। চলতি সপ্তাহেই এই বৈঠক হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত সুপ্রিম কোর্টের নির্দেশে CBI-এর জেরার মুখোমুখি হন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমার। শিলংয়ে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত জেরা করা হয় তাঁকে। সেই জিজ্ঞাসাবাদে রাজীবের বয়ান, SIT-র তদন্তকারী অফিসারদের বক্তব্য, সাক্ষীদের বয়ান খতিয়ে দেখে রাজীবের বিরুদ্ধে চার্জশিট দাখিল করতে চলেছে CBI। প্রসঙ্গত এই মামলায় এখনও পর্যন্ত সাতটি সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করেছে CBI।

ABOUT THE AUTHOR

...view details