কলকাতা, ৫ মার্চ : সুপ্রিম কোর্টে রাজীব কুমারের বিরুদ্ধে আনা অভিযোগের স্বপক্ষে যাবতীয় তথ্যপ্রমাণ পেশ করার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। পরবর্তী শুনানিতেই সেইসব তথ্য CBI-কে পেশ করতে নির্দেশ দিয়েছে আদালত। আদালতের সেই নির্দেশের পর সারদা মামলার দুই তদন্তকারী অফিসারকে দিল্লিতে ডেকে পাঠিয়েছেন CBI-এর ডিরেক্টর ঋষিকুমার শুক্লা।
CBI সূত্রে খবর, সুপ্রিম কোর্টে তথ্যপ্রমাণ জমা দেওয়ার আগে সেসব নিজে পরীক্ষা করে দেখতে চান ঋষিকুমার। কারণ তিনি চান না এই মামলায় কোনও ফাঁক থাকুক। তাছাড়া CBI অধিকর্তাকে যেহেতু এই নথি জমা দিতে বলা হয়েছে, তাই সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়তে হতে পারে ঋষিকুমারকে।