কলকাতা, 18 জুন: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বেই একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটেছে । সেই ভয়ংকর হিংসার বলি হয়েছেন 6-7 জন সাধারণ মানুষ । যা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো রাজনীতি শুরু করেছে । রাজভবনের দ্বারস্থ হচ্ছেন অভিযোগ জানাতে । এমনকি রাজ্যপাল সিভি আনন্দ বোস হিংসা কবলিত এলাকাগুলি পরিদর্শনও করছেন । রাজ্যের এরকম পরিস্থিতিতে সাধারণ মানুষের সুরক্ষায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের নির্দেশেই রাজভবনে 'পিস রুম' বা 'শান্তি কক্ষ' খোলা হল শনিবার ।
ক্যানিংয়ের হিংসা কবলিত স্থান পরিদর্শনের পর রাজভবনে ফিরে এদিন রাতেই এই শান্তি কক্ষ খোলার বিষয়ে নির্দেশ দেন রাজ্যপাল । গভীর রাতে এক বিজ্ঞপ্তিতে রাজভবনের তরফে এই বিষয়টি জানানো হয় ।
রাজভবনের বক্তব্য, সহিংসতা প্রভাবিত এলাকায় রাজ্যপালের ঘনঘন স্থান পরিদর্শনের ধারাবাহিকতায় এবং প্রাক-নির্বাচন বাংলায় অপরাধমূলক হুমকির বিষয়ে নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত অসংখ্য প্রতিনিধিত্বের পরিপ্রেক্ষিতে, অভিযোগের প্রতিক্রিয়া জানাতে রাজভবনে একটি সাহায্য কক্ষ খোলা হয়েছে । ওই পিস রুমে জনসাধারণের জানানো অভিযোগের যথাযথ পদক্ষেপের জন্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হবে ।