কলকাতা, 5 জানুয়ারি: উত্তর 24 পরগনার সন্দেশখালিতে নিয়োগ দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ পুরো ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ৷ তাঁর দাবি, বিজেপির নির্দেশে কেন্দ্রীয় এজেন্সি যেভাবে তৃণমূলের নেতাদের হয়রানি করছে ৷ তার জেরেই এই ঘটনা ঘটেছে ৷
উল্লেখ্য, শুক্রবার সকালে সন্দেশখালি 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি ৷ সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ রেশন দুর্নীতিতে ওই অভিযান ছিল ৷ অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছাতেই ওই তৃণমূল নেতার অনুগামীরা ইডি-র দলের উপর হামলা চালায় ৷
এ দিন সকাল 7টা নাগাদ ঘটনাটি ঘটে ৷ তার পর এই নিয়ে হইচই পড়ে যায় রাজ্য রাজনীতিতে ৷ বিজেপি-সহ বিরোধীরা এই ঘটনার সমালোচনায় সরব হয় ৷ তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারকে বিঁধতে শুরু করেন বিরোধী নেতারা ৷ তার পর এই নিয়ে পালটা প্রতিক্রিয়া দেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷
তিনি বলেন, "সন্দেখালিতে যা ঘটেছে, তা ছিল উসকানির প্রভাব । পশ্চিমবঙ্গে বিজেপির নির্দেশে কেন্দ্রীয় সংস্থা ও বাহিনী এক বা অন্য তৃণমূল নেতা বা কর্মীদের বাড়িতে গিয়ে হয়রানি করছে, নেতিবাচক বক্তব্য ছড়াচ্ছে ও মানুষকে উস্কে দিচ্ছে । এমন অভিযোগ পাওয়া যাচ্ছে এবং সন্দেশখালিতেও তাই ঘটেছে ।’’