কলকাতা, 29 জুলাই: ভারতীয় জনতা পার্টিতে দিলীপ ঘোষের আর কোনও পদ নেই ৷ তিনি এখন শুধুই একজন সাধারণ বিজেপি নেতা ৷ এই বিষয়টিকে সামনে রেখেই শনিবার মেদিনীপুরের সাংসদকে নিশানা করলেন পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়ো ৷ ব্যাঙ্গাত্মক টুইট করে দিলীপকে কটাক্ষ তো করলেনই ৷ পাশাপাশি সমালোচনা করলেন বিজেপির জাতীয় নেতৃত্বেরও ৷
এ দিনের টুইটে দিলীপ ঘোষের নাম কোথাও উল্লেখ করেননি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়ো ৷ তবে তাঁর নিশানায় যে দিলীপ ঘোষ, তা বোঝাতে বাবুল ইংরেজিতে ‘দি-লিপ’ (টিএইচই-এলআইপি) লিখেছেন ৷ একই সঙ্গে তিনি কটাক্ষ করেছেন, দিলীপ ঘোষ দলের অন্য নেতাদের সঙ্গে যেমন আচরণ করতেন, অবশেষে সেটাই তিনি ফিরে পেলেন ৷ এত বছর দলের হয়ে কাজ করার পরও বিজেপি তাঁর হাতে ‘ঝুনঝুনি’ ধরিয়ে দিয়েছে ৷
প্রসঙ্গত, বিজেপিতে বাবুল সুপ্রিয় ও দিলীপ ঘোষের প্রবেশ কয়েকমাসের ব্যবধানে ৷ 2014 সালের লোকসভা নির্বাচনে বাবুল বিজেপির প্রার্থী হন ৷ ভোটে জিতে জায়গা পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রী পরিষদে ৷ সেই সময়ই আরএসএস থেকে বিজেপিতে আসেন দিলীপ ৷ তার পর তাঁকে বঙ্গ বিজেপির সভাপতি করা হয় ৷