কলকাতা, 15 অগস্ট:দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনাকে সামনে রেখে বুধবার তাই ধরনায় বসতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদ ৷ অনেক চেষ্টা করেও বামপন্থীদের গড় বলে পরিচিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে এখনও দাগ কাটতে পারেনি তৃণমূল ছাত্র পরিষদ ৷ ফলে, রাজ্যের এই নামী শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ছাত্র সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে নজর দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । এই অবস্থায় যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনাকে হাতিয়ার করে ধরনায় বসতে চলেছে তৃণমূলের ছাত্র সংগঠন ৷
সোমবার প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে যাদবপুর নিয়ে খুব উপড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে বাম সংগঠনগুলির সক্রিয়তা নিয়ে মুখ খোলেন তিনি ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়কে 'আতঙ্কপুর' বলেও উল্লেখ করেন তিনি ৷ যতদূর জানা যাচ্ছে এরপরই দলীয় ছাত্র সংগঠনকে যাদবপুরে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন দলনেত্রী ।
2011 সাল থেকে রাজ্য সরকার ক্ষমতায় থাকলেও কখনওই যাদবপুরের ক্যাম্পাসের ভিতরে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপি সেভাবে সুবিধা করে উঠতে পারেনি । কিন্তু কখনওই দলনেত্রী আলাদা করে যাদবপুর নিয়ে দলের ছাত্র সংগঠনকে টার্গেট বেঁধে দেননি । কিন্তু সাম্প্রতিক ঘটে যাওয়া ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায় । তাই বাম এবং অতিবাম সংগঠনগুলির বিরুদ্ধে লড়াইয়ে টিএমসিপি'কে আরও শক্তি নিয়ে মাঠে নামাতে চাইছে তৃণমূল ৷ যতদূর জানা গিয়েছে যাদবপুরের ছাত্র-ছাত্রীদের সমস্যা নিয়ে দলের ছাত্র সংগঠনকে আরও সক্রিয় হতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।