কলকাতা, 19 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। এই অবস্থায় বারংবার প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকে কেন্দ্র করে। কোথায় সিসিটিভি ক্যামেরা? কেন এত বড়ো ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা নেই? এই প্রশ্ন তুলেছে সমাজের বিভিন্ন স্তরের মানুষরা। কর্তৃপক্ষের তরফ থেকে ক্যাম্পাসের গেটে এবং বেশ কিছু জায়গায় সিসিটিভ ক্যামেরা লাগানো হবে বলে জানিয়েছিলেন রেজিস্ট্রার। কিন্তু তা কবে? তাই এবার প্রতীকী সিসিটিভি নিয়ে প্রতিবাদ আন্দোলনে তৃণমূলের ছাত্র সংগঠন। শনিবার সেই আন্দোলনের নেতৃত্বে ছিলেন রাজন্যা হালদার ও সঞ্জীব প্রামাণিক।
শনিবার বিকেলে প্রতীকী সিসিটিভি হাতে নিয়ে বিশ্ববিদ্যালয় একটি ডেপুটেশন কর্মসূচি নিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল সংগঠন। তারা বিশ্ববিদ্যালয়ের এসে ডেপুটেশন জমা দেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে। তারপর রাজন্যা বলেন, "বাম-অতিবাম দ্বারা তৃণমূল ছাত্রদের উপর যে মানসিক অত্যাচার চলছে সেটা দেখে যেন কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়, নইলে আমরা আইনের পথে হাঁটব। আমরা জানি এই ক্যাম্পাসে অনেক অসামাজিক কাজ হয়। তাই সিসিটিভি ক্যামেরা লাগলে সেই সব অসামাজিক কাজ বন্ধ হবে।"