পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SFI protest Rally: এসএফআইয়ের বিক্ষোভ মিছিলে তৃণমূল ছাত্র পরিষদের হামলার অভিযোগ - বিক্ষোভ মিছিলে হামলা তৃণমূল ছাত্র পরিষদের

এসএফআইয়ের বিক্ষোভ মিছিলে হামলা তৃণমূল ছাত্র পরিষদের ৷ দু‘পক্ষের দ্বন্দ্বে অবরুদ্ধ বইপাড়া (Trinamool Chhatra Parishad attack on SFI protest Rally) ৷

SFI protest Rally
ETV Bharat

By

Published : Nov 22, 2022, 10:01 PM IST

কলকাতা, 22 নভেম্বর:কলকাতাবিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ-সহ একাধিক দাবি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিল এসএফআই (TMCP attack on SFI protest Rally) ৷ সেই মিছিলেই হামলার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে ৷ দু‘দলের দ্বন্দ্বে মঙ্গলবার বিকেলে অবরুদ্ধ হয় কলেজ স্ট্রিট ৷ তার জেরেই যানজটের সৃষ্টি হয় ৷

এসএফআই সদস্যদদের দাবি, তাদের কেউ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কেউ আবার গবেষক। অর্থাৎ সকলেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। অনেক দিন তাঁরা পাশ করে গিয়েছেন ? স্থায়ী উপাচার্য না-থাকায় তাঁদের নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ৷ ক্যাম্পাসে শুধু গুন্ডাগিরি চলছে ৷ এমনকী এদিন তাঁদের কর্মসূচিতে হামলা চালায় তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা, অভিযোগ এসএফআইয়ের।

আরও পড়ুন: প্রতিবাদী ছাত্রনেতাকে মারধরের ঘটনায় অধরা অভিযুক্তরা, বারাসতে বিক্ষোভ সিপিএমের

এই ঘটনার প্রতিবাদ করতে গেলেই এসএফআইয়ের 4 জন সমর্থককে মারধর করা হয়েছে বলে দাবি এসএফআইয়ের। যাঁদের মধ্যে ছাত্রীরাও রয়েছেন। বাম ছাত্র সংগঠনের সমর্থকদের দাবি, 'কলকাতা বিশ্ববিদ্যালয়কে লুম্পেনমুক্ত করতে হবে।' এটা যে নতুন কোনও দাবি নয়, সেটাও জানিয়ে দিলেন তাঁরা। সঙ্গে সংযোজন, ক্যাম্পাস 'লুম্পেনমুক্ত' না-হলে এসএফআই তার লড়াই লড়ে যাবে ৷

তবে টিএমসিপি সমর্থকদের পালটা অভিযোগ, বিক্ষোভকারীদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নন। তাঁরা কোনও যুক্তিতে ক্যাম্পাসে ঢুকতে যাচ্ছেন।

ABOUT THE AUTHOR

...view details