কলকাতা, 22 নভেম্বর:কলকাতাবিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ-সহ একাধিক দাবি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিল এসএফআই (TMCP attack on SFI protest Rally) ৷ সেই মিছিলেই হামলার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে ৷ দু‘দলের দ্বন্দ্বে মঙ্গলবার বিকেলে অবরুদ্ধ হয় কলেজ স্ট্রিট ৷ তার জেরেই যানজটের সৃষ্টি হয় ৷
এসএফআই সদস্যদদের দাবি, তাদের কেউ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কেউ আবার গবেষক। অর্থাৎ সকলেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। অনেক দিন তাঁরা পাশ করে গিয়েছেন ? স্থায়ী উপাচার্য না-থাকায় তাঁদের নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ৷ ক্যাম্পাসে শুধু গুন্ডাগিরি চলছে ৷ এমনকী এদিন তাঁদের কর্মসূচিতে হামলা চালায় তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা, অভিযোগ এসএফআইয়ের।