পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শান্তির বার্তা দিতে আগামীকাল সভা অভিষেকের - আগামীকাল সভা করবেন অভিষেক

রাজ্যে CAA, NRC নিয়ে প্রতিবাদ-বিক্ষোভ চলছে । আর তার পিছনে সংখ্যালঘু সম্প্রদায়ের হাত রয়েছে বলে অভিযোগ তুলছে অনেকেই । কোনও উস্কানিতে যাতে মানুষ কান না দেয় সেজন্য আগামীকাল মেটিয়াবুরুজ়ে সভা করতে চলেছেন অভিষেক । সভা থেকেই মানুষকে সচেতন করবেন তিনি । মেটিয়াবুরুজ়ের বটতলায় এই সভা হবে ।

abhishek banerjee
অভিষেক ব্যানার্জি

By

Published : Dec 17, 2019, 10:46 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে ভুল বোঝানো হচ্ছে । এই অভিযোগে আগামীকাল মেটিয়াবুরুজ়ে সভা করবেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই সভা থেকেই তিনি শান্তির বার্তা দেবেন ।

রাজ্যে CAA, NRC নিয়ে প্রতিবাদ-বিক্ষোভ চলছে । আর তার পিছনে সংখ্যালঘু সম্প্রদায়ের হাত রয়েছে বলে অভিযোগ তুলছে অনেকেই । কোনও উস্কানিতে যাতে মানুষ কান না দেয় সেজন্য আগামীকাল মেটিয়াবুরুজ়ে সভা করতে চলেছেন অভিষেক । সভা থেকেই মানুষকে সচেতন করবেন তিনি । মেটিয়াবুরুজ়ের বটতলায় এই সভা হবে ।

প্রসঙ্গত, CAA ও NRC-র প্রতিবাদে গতকাল থেকে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ প্রতিবাদ মিছিল থেকে বক্তব্য রাখার সময় মোদির পোশাক নিয়ে মন্তব্যের বিরোধিতাও করেন তিনি । মমতা বলেন, "পোশাক দেখে কোনও সম্প্রদায়কে দোষারোপ করা যায় না ।"

ABOUT THE AUTHOR

...view details