কলকাতা, 30 সেপ্টেম্বর:রেলের তরফে মেলেনি ট্রেন ৷ সড়কপথেই বাসে করে দিল্লি রওনা দিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা । শনির দুপুর থেকে শুরু হয়েছে দিল্লি পাড়ি দেওয়ার প্রক্রিয়া ৷ চলবে শনিবার সন্ধে পর্যন্ত ৷ আজ বেলা সাড়ে বারোটা নাগাদ প্রথম বাস নেতাজি ইন্ডোর থেকে রওনা দিয়েছে ।
সূত্রের দাবি, সব মিলিয়ে 50টি দূরপাল্লার স্লিপার ক্লাসের বাসে চেপে শয়ে শয়ে তৃণমূল কর্মী সমর্থকরা যাচ্ছেন রাজধানীর উদ্দেশে । আজ সন্ধে পর্যন্ত দিল্লি রওনা দেওয়ার প্রক্রিয়া জারি থাকার পরও যদি নতুন বাসের প্রয়োজন হয় তারও ব্যবস্থা করা হবে । তবে এখনও পর্যন্ত যে বাসগুলি নেতাজি ইন্ডোরে এসেছে বা রওনা দিয়েছে সেগুলিতে 70টি মতো আসন রয়েছে । নির্দিষ্ট আসনের বাইরে বাসে লোক নেওয়া হচ্ছে না । এই বাসগুলি রবিবার রাতের মধ্যে দিল্লিতে পৌঁছবে । এরপর সোমবার যথা সময়ে কর্মসূচিতে যোগ দেবেন ঘাসফুলের নেতা কর্মীরা ।
সূত্রের তরফে আরও জানা গিয়েছে, এই বাসগুলি কলকাতা, আসানসোল, ধানবাদ, উত্তরপ্রদেশের বারাণসী ও আগরা হয়ে দিল্লিতে পৌঁছবে । ফলে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে এই বাস বা যাত্রীরা সমস্যায় পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে ৷ তবে তৃণমূল কর্মীরা যোগী রাজ্যে কোনওরকম সমস্যায় পড়লে প্রয়োজনীয় পদক্ষেপও করা হবে । শুক্রবারই এমনটাই আভাস দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তবে দিল্লি পৌঁছনোর পর থাকা খাওয়ার চিন্তা থাকছে না । কারণ তৃণমূলের তরফে দিল্লির চিত্তরঞ্জন পার্ক,পাহাড়গঞ্জ রোড, দিল্লি কালীবাড়ি সংলগ্ন এলাকার বহু হোটেল ভাড়া নেওয়া হয়েছে ।
আরও পড়ুন:ট্রেন বাতিল, এবার বাসে করেই 100 দিনের কর্মীদের দিল্লি নিয়ে যাচ্ছে তৃণমূল
বিজেপিকে আক্রমণ করে গতকাল অভিষেক বলেছিলেন, "চরম স্বৈরাচারী বিজেপি সরকার প্রতিশোধমূলক রাজনীতির বশবর্তী হয়ে বাংলার গরীব মা-ভাই-বোনেদের 100 দিনের কাজ, আবাস যোজনার মতো বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের তহবিল আটকে রেখে দিয়েছে । আগামী 2 এবং 3 অক্টোবর আমরা দিল্লিতে গণতান্ত্রিক উপায়ে আমাদের অধিকারের জন্য প্রতিবাদ কর্মসূচি পালন করব । ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অত্যাচারিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত মানুষেরা কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন । তাঁদের সঙ্গে দেখা করে আস্বস্ত করলাম, তাঁদের হকের টাকা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম থামবে না । কৃতঘ্ন বিজেপি সরকার এই গণআন্দোলনের জন্য ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের নানা কৌশলে বাধা দেওয়ার চেষ্টা করলেও আমরা সকল বাধা বিপত্তি ছিন্ন করে নিজেদের ন্যায্য পাওনা ছিনিয়ে আনবই ।"