কলকাতা, 7 অগস্ট: ধরনা মঞ্চে দলীয় কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে। আর তা নিয়েই বিতর্কে মন্ত্রী। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রবিবার বেলা বারোটা থেকে চারটে পর্যন্ত গড়িয়াহাটে ধরনা অবস্থানের ডাক দিয়েছিল তৃণমূল । সেখানে উপস্থিত থাকার কথা ছিল পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়র । অভিযোগ, পর্যটন মন্ত্রী ধরনা মঞ্চে পৌঁছে দলীয় কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন । জুতো পরেই তিনি ধরনা মঞ্চে উঠে যান । আর তাতেই দলীয় কর্মীদের ক্ষোভ বেড়েছে বিধায়কের বিরুদ্ধে । পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে বিধায়ককে গো ব্যাক পর্যন্ত শুনতে হয় ।
এদিন এই প্রতিবাদ কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন কলকাতা পৌরনিগমের 68 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় । যাদের সঙ্গে দিন দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে তারা মূলত কাউন্সিলরের অনুগামী বলেই এলাকায় পরিচিত । ওই ওয়ার্ডের তৃণমূল নেতা পীযূষ দে-র অভিযোগ, কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন মন্ত্রী । এমনকী ধাক্কা পর্যন্ত দিয়েছেন । কয়েকজনের ছবি তুলে তাঁদের দল থেকে বের করে দেওয়ার হুমকিও দেন বাবু । তাতেই ক্ষুব্ধ স্থানীয় তৃণমূল কর্মীরা তাঁকে গো-ব্যাক স্লোগান দেন ৷